স্বল্পদৈর্ঘ্যের সংখ্যা বাড়িয়ে অনুদানের বিজ্ঞাপন
২ মার্চ ২০২৫ ১৬:৫৩
অবশেষে চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য চিত্রনাট্য আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি, স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি সিনেমাকে অনুদান দেওয়া হবে। সব মিলিয়ে মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এক্ষেত্রে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে হবে কমপক্ষে ৭০ মিনিট এবং স্বল্পদৈর্ঘ্যের ক্ষেত্রে কমপক্ষে ৩০ মিনিট।
প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন ১৪টি শর্তসাপেক্ষে। ২০২৩-২৪ অর্থবছরে ২০টি পূর্ণদৈর্ঘ্য এবং ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমাকে অনুদান দেওয়া হয়। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্যের জন্য অনুদান দেবে সরকার। যা আগের বছরের তুলনায় কমছে পূর্ণদৈর্ঘ্য আর তিনগুন বাড়ছে স্বল্পদৈর্ঘ্যের সংখ্যা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুদানের জন্য আবেদন করতে পারবেন শুধু দেশীয় নির্মাতা ও প্রযোজকেরা।
প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদাররাই গল্প জমা দিতে পারবেন। এমনকি একই সঙ্গে আলাদা প্রস্তাবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে
তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমার ক্ষেত্রে অনুদানপ্রাপ্ত প্রথম সিনেমা মুক্তি না দেওয়া পর্যন্ত এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমার ক্ষেত্রে সার্টিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত কোনো প্রযোজক পুনরায় আবেদন করার যোগ্য হবেন না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহীদের চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্যাকেজ আগামী ৭ এপ্রিল বিকেল চারটার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। নির্মাণের সার্বিক পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ প্রতিটি পূর্ণাঙ্গ প্রস্তাবের ১২টি কপি জমা দিতে হবে।
অনুদান প্রদানের পরও সরকার যেকোনো নতুন শর্তারোপ করতে পারবে। চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে প্রতিবছর সরকার অনুদান দিয়ে থাকে। মজার তথ্য, গত বছর (২৩-২৪ অর্থবছর) প্রজ্ঞাপনে ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য অনুদানের আহ্বান জানানো হলেও শেষে অনুদান দেওয়া হয় ২০টি পূর্ণদৈর্ঘ্য এবং মাত্র ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমাকে।
সারাবাংলা/এজেডএস