৯৭তম অস্কার জিতলেন যারা
৪ মার্চ ২০২৫ ১৬:৫৯
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। এ বছরে অস্কার মঞ্চে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত সিনেমা “এমিলিয়া পেরেজ”। তবে পুরস্কারের নিরিখে শুরু থেকেই অস্কার মঞ্চে দাপট দেখিয়েছে শন বেকার পরিচালিত সিনেমা “আনোরা”।
সোমবার (৩ মার্চ) সকালে ডলবি থিয়েটারে এই পুরস্কার ঘোষণা করা হয়।
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিট ডান্সারের প্রেমে পড়েন। দুজন বিয়েও করেন। কিন্তু গ্যাংস্টার সেই বিয়ে মেনে নেন না। এমন গল্প নিয়ে ‘‘আনোরা’’ সিনেমারর আবেগঘন গল্প মুক্তির পরেই দর্শকের মন ছুঁয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ মোট ৫টি বিভাগে অস্কার পেয়েছে এই সিনেমাটি। অন্য দিকে ‘‘দ্য ব্রুটালিস্ট’’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন এড্রিয়েন ব্রডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে চলে আসা এক দম্পতির আমেরিকায় ভাগ্যান্বেষণ এই সিনেমার মূল প্রেক্ষাপট। সেরা সঙ্গীত এবং সেরা সিনেম্যাটোগ্রাফির অস্কারও এসেছে এই সিনেমার ঝুলিতে।
এবারের অস্কারে এড্রিয়েন ব্রডি এবং মাইকি ম্যাডিসনের আবেগঘন বক্তৃতা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। ২০০৩ সালে ‘‘দ্য পিয়ানিস্ট’’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন এড্রিয়েন। দ্বিতীয়বার আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। জৌলুস এবং খ্যাতি যে তারকা-জীবন থেকে কোনো দিন হারিয়ে যেতে পারে, সে কথাই তার বক্তৃতায় মনে করিয়ে দিয়েছেন এড্রিয়েন।
বছরের শুরুতেই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেস। তার পর অনেকেই দাবি তোলেন চলমান বছরে অস্কারের মূল অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার। কিন্তু তার পরেও অনুষ্ঠান করার সিদ্ধান্তে অনড় ছিলেন অস্কার কর্তৃপক্ষ। সোমবার ডলবি থিয়েটারে অস্কার মঞ্চে লস অ্যাঞ্জেলেসের ফায়ার ফাইটারদের সম্মান জানানো হয়। মঞ্চে তাদের বীরত্বের জন্য প্রেক্ষাগৃহ করতালিতে ভেসে ওঠে।
চলতি বছরে ভারত থেকে একমাত্র মনোনয়ন পেয়েছিল গুণীত মঙ্গা এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্গা চোপড়া জোনাস প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের সিনেমা ‘‘অনুজা’’। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত ‘‘আই অ্যাম নট আ রোবট’’ সিনেমার কাছে হেরে যায়। তবুও ‘‘অনুজা’’র সফরকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
এক নজরে ৯৭তম অস্কার:
সেরা সিনেমা: আনোরা
সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
সেরা অভিনেতা: এড্রিয়েন ব্রডি
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন
সেরা সহ-অভিনেতা: কিয়েরান কালকিন
সেরা সহ-অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা তথ্যচিত্র: নো আদার ল্যান্ড
সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র: দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা
সেরা বিদেশি ভাষার সিনেমা: আই অ্যাম স্টিল হিয়ার
সেরা সিনেমা (অ্যানিমেটেড): ফ্লো
সেরা স্বল্প দৈর্ঘ্যের সিনেমা (অ্যানিমেটেড): ইন দ্যা শ্যাডো দ্য সাইপ্রাস
সেরা চিত্রনাট্য (অরিজিনাল): শন বেকার
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): পিটার স্ট্রহান
সেরা সঙ্গীত: এল মাল
সেরা সিনেমাটোগ্রাফার: লল ক্রলে (দ্য ব্রুটালিস্ট)
সেরা সম্পাদনা: শন বেকার
সেরা পোশাক পরিকল্পনা: পল টেজওয়েল (উইকেড)
সেরা ভিজ্যুয়াল এফক্টস: ডিউন -পার্ট টু
সারাবাংলা/এজেডএস