Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘জ্বীন ৩’র পোস্টার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৯:০৮

ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’ আনছে জাজ মাল্টিমিডিয়া। সংশ্লিষ্টদের দাবি, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।

সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে পোস্টারটি প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ সাদা। একেবারে জ্ল জ্ল করছেন। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুন্ডুলি। পোস্টারে উল্লেখ আছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে।

বিজ্ঞাপন

জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট প্রডাকশন চলছে। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া।

সারাবাংলা/এজেডএস

জ্বীন ৩