জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান নতুন একটি ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন। রুহ আফজা নিবেদিত গানটির শিরোনাম ‘দ্বীনের পথে রোজার সাথে’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ। গানটি আজই (৬ মার্চ) ভিডিওসহ প্রকাশ হয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে।
ইমরান এই বিশেষ গান প্রসঙ্গে বলেন, ‘একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’ গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘সব মিলিয়ে চমৎকার আয়োজনে হয়েছে গানটি। সবার ভালো লাগবে আশা করছি।’
ইমরান জানান, এ ঈদে তার আরও কয়েকটি গান আসতে যাচ্ছে। যেগুলো সম্পর্কে খুব শিগগিরই ভক্তদেরকে জানাবেন তিনি।