Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের ব্যাপারে বিতর্ক উসকে দিলেন পরীমনি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৭:৪১

পরী মণি।

পরীমনি সবসময়ই অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। বলা চলে চর্চায় থাকতেই তিনি বেশি পছন্দ করেন। প্রায়ই এ নায়িকা বিভিন্ন ভিডিও এবং ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অনুরাগীদের চমকে দেন। পরীমনিকে এবার এক যুবকের বাহুডোরে দেখা গেছে। পাশাপাশি তিনি নতুন করে প্রেমে পড়ার আভাস দিয়েছে।

পরীমনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। এর ক্যাপশনে ৫ মার্চ তারিখ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন।’

বিজ্ঞাপন

এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয় তুমুল আলোচনা। সবাই বলছেন, পরীমনি তাহলে নতুন প্রেমের আভাস দিলেন!

পরীমনি কার বাহুডোরে আছেন তা প্রকাশ করেননি। কেবল তার হাতটাই দেখা গেছে। পোস্টের মন্তব্যে কেউ কেউ পরীর পাশে থাকা এ মানুষটিকে কণ্ঠশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। অনেকে আবার প্রিয় নায়িকাকে শুভ কামনা জানিয়েছেন। এমন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তার ভক্তরা। পরীমনিও বিষয়টি বেশ উপভোগ করছেন। কারো কারো মন্তব্যের জবাবও দিচ্ছেন তিনি।

প্রেমিককে নিয়ে দেওয়া পরীমণির ছবি ও স্ট্যাটাস

পরীমনি ২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই তারা আদালা হয়ে যান।

বিচ্ছেদের পরেই পরীমনি জানিয়েছিলেন, সন্তানের প্রতি বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল। সবটা তাকেই সামলাতে হয়েছে। সেই সঙ্গে তিনি তার সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর