বাবাকে নিয়ে আবেগী তানজিন তিশা
৬ মার্চ ২০২৫ ১৭:৫৭
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাবাকে হারিয়েছিলেন তানজিন তিশা। বেশকিছু দিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা। তাকে হারানোর ৩ বছর পরও এক মুহূর্তের জন্য বাবাকে ভুলতে পারেননি এই অভিনেত্রী। মাঝে মধ্যেই বাবাকে নিয়ে স্মৃতিকাতর হতে দেখা যায় তাকে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশা তার বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিশা লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি, মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’
ছোটপর্দার জনপ্রিয় মুখ তিশা। মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন তিশা। এরপর রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে মডেল হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে ওটিটিতেও দেখা যাচ্ছে তিশাকে।
সারাবাংলা/এজেডএস