Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘সেরা রাঁধুনী’ সিজন ৮

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৯:৩০

সেরা রাঁধুনী সিজন ৮

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’ সিজন ৮। ৭ মার্চ থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

সারাদেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’। ‘সবার মধ্যে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের আসর।

বিজ্ঞাপন

‘সেরা রাঁধুনী’ বাছাইয়ের জন্য পুরো বাংলাদেশের সব বিভাগ মিলে মোট ১১টি অডিশন অনুষ্ঠিত হয়েছে। এরপর ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীদের বেছে নেওয়া হয়। স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতার বিভিন্ন ধাপে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি ও দক্ষতা প্রয়োগের ক্ষমতার ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী সিজন ৮ ’।

পুরস্কার হিসেবে বিজয়ী জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা। অডিশন রাউন্ডে বিচারক ছিলেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা এবং বিগত সিজনগুলোর সেরা রাঁধুনীরা। স্টুডিও রাউন্ডে বিচারক হিসেবে থাকবেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা এবং চিত্রানায়িকা পূর্ণিমা। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

সারাবাংলা/এজেডএস

সেরা রাধুনী সিজন ৮