আলো আসবেই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে: সোহানা সাবা
৬ মার্চ ২০২৫ ১৯:৪৩
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থক শিল্পী, সমর্থকদের গ্রুপ ছিল ‘আলো আসবেই’। বর্তমানে সে গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে বলে জানিয়েছেন সোহানা সাবা। গ্রুপটির সক্রিয় সদস্য সাবা তার ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এটি জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তা সোহানা সাবা বলেন, ‘আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে, আলো আসবেই গ্রুপের জন্য। এটা কীভাবে যাচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন, প্রথমে জানান আমি কীভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে, এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। যেখানে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন।
গ্রুপে ছিলেন─সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, শমী কায়সারসহ অনেকেই।
সারাবাংলা/এজেডএস