Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাইট রাইডার’ অভিনেত্রীর মরদেহ উদ্ধার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ মার্চ ২০২৫ ১৬:৩৪

পামেলা

বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রী পামেলা বাকের মরদেহ। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। পামেলা ‘বেওয়াচ’, ‘নাইট রাইডার’-এর মতো ছবিগুলোতে অভিনয় করেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

নিউইয়র্ক পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, গত বুধবার হলিউড হিলসে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় পামেলার নিথর দেহ। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, পামেলাকে দীর্ঘক্ষণ ডেকে সাড়া পাচ্ছিলেন না কেউ। চিন্তিত পরিবারের সদস্যরা সাহায্য চেয়ে জরুরি সেবায় ফোন করলে রাত ১০টা নাগাদ তার বাড়িতে পৌঁছায় উদ্ধারকারী দল।

পামেলার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার সাবেক স্বামী ডেভিড হ্যাসেলহফ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ১৯৮৯ সালে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফকে বিয়ে করেন পামেলা। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে দুই মেয়েকে নিয়ে একাই থাকতেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

পামেলা বাক ১৯৭০ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টি.জে. হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’-এর মতো নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি।

সারাবাংলা/এজেডএস