Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাদের নিয়ে ‘বান্টির বিয়ে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৩:৪৯

প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা বান্টি নামের এক যুবকের জীবনের গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক। যার নাম ‘বান্টির বিয়ে’।

যে গল্পের নায়ক ফারহান আহমেদ জোভান। আর নায়িকাদের তালিকায় আছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। তাদের নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। ব্যানার সিএমভি।

নির্মাতা এই নাটকটিকে বলতে চাইছেন, প্রেম-বিয়ে নিয়ে এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প। যা দেখে দর্শকরা নিজেদের জীবনটাকেও খুঁজে পেতে পারেন।

গল্পটির ট্রেলার এমন, মিলি নামের এক সাহসী মেয়ে, তার বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে! ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু মিলির পারিবারিক বাধা এবং বান্টির সাথে আরেকজন মেয়ের (লিলি) বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে ক্রমশ।

প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি।’

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে।

সারাবাংলা/এজেডএস

কেয়া পায়েল পারসা ফারহান আহমেদ জোভান বান্টির বিয়ে মারিয়া শান্ত