Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফকে ফোন করে শাকিবের অনুরোধ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৬:৪৪

শাকিব খান ও আসিফ আকবর

কদিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন আসিফ আকবর। ফিরেই তিনি ব্যস্ত হয়ে উঠেছেন গান আর কনসার্ট নিয়ে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত প্রায় ১২টার দিকে আসিফকে কল দিয়েছিলেন শাকিব। এ সময় তাদের মধ্যে বেশ কয়েক মিনিট কথা হয়।

সূত্রের মাধ্যমে জানা গেছে, কুশল বিনিময়ের পর বিদেশ সফর নিয়ে স্মৃতিচারণ করেছেন এ দুই তারকা। এরপরই বরবাদ সিনেমার একটি রোমান্টিক গানে আসিফকে কণ্ঠ দেওয়ার অনুরোধ করেন শাকিব।

মুঠোফোনে নায়কের ভাষ্য ছিল, বরবাদ সিনেমার শুটিং চলাকালেই তিনি মনস্থির করেছিলেন যে সিনেমাটির একটি রোমান্টিক গানে আসিফের প্লেব্যাকের ব্যাপারে।

এর আগে শাকিবের ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘তুমি আমার প্রেম’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘এক বুক জ্বালা’ প্রভৃতি সিনেমায় প্লেব্যাক করেছেন আসিফ। এবারও শাকিবের প্রস্তাবে সাড়া দিয়েছেন গায়ক। গানটিতে তিনি কণ্ঠ দিবেন বলেও কথা দিয়েছেন।

আরও জানা যায়, বরবাদ সিনেমার সব কাজই মোটামুটি শেষ। তবে রোমান্টিক ওই গানটির দৃশ্যধারণ বাকি রয়েছে।

আসন্ন রোজার ঈদে বরবাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এর আগে এই জুটিকে ‘প্রিয়তমা’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল। সেই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক করেছিলেন ইধিকা।

১৮ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে বরবাদ। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ চলচ্চিত্রে ইধিকা রয়েছেন নিতু চরিত্রে। অন্যান্য ভূমিকায় রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। সম্প্রতি সিনেমাটির একটি টিজার প্রকাশ পেয়েছে, যাতে প্রশংসায় ভাসছেন শাকিব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আসিফ আকবর বরবাদ শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর