Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিককে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন প্রিয়াঙ্কা


২৩ জুন ২০১৮ ১২:৪৪ | আপডেট: ২৩ জুন ২০১৮ ১৩:১৫

প্রিয়াঙ্কা চোপরা ওনিক জেনাস

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।। 

প্রেমিক নিক জোনাসকে নিয়ে গতকালই ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমে দিল্লীতে এসে নামলেও পরে গিয়েছেন মুম্বাই। সেখানেই গতকাল ঘুরে বেড়িয়েছেন দুজন, রাত জেগে করেছেন পার্টিও। প্রেমিকের সম্মানে দেয়া সেই পার্টিতে উপস্থিত ছিলেন ‘জংলী বিল্লি’র ঘনিষ্ঠ বন্ধুরা। নিকের সঙ্গে তারা নেচেছেন, গেয়েছেনও। পার্টি শেষে করেছেন নিকের প্রশংসা।

তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ খবরটি হলো মা মধু চোপড়ার সঙ্গে প্রেমিক নিক জোনাসকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। জানিয়েছেন তাদের প্রণয়ের কথাও। নিককে ভীষন পছন্দ হয়েছে প্রিয়াঙ্কার মায়ের। তাই সরলভাবেই দুজনকে জীবন সাজানোর পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কার মা। তবে প্রিয়াঙ্কার বাবা বেঁচে নেই বলে তিনি কিছুটা আফসোস করেছেন বলে জানিয়েছেন চোপড়া পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র।

মায়ের সঙ্গে নিকের দেখা করিয়ে দেয়ার একটি ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়েছে পার্টিতে প্রিয়াঙ্কার নাচের মুদ্রায় তোলা একটি ছবিও। আর এসব দেখে ভক্ত-সমালোচকরা আশা করছেন এ বছরেই হয়তো সংসার পাতবেন প্রিয়াঙ্কা-নিক। তাদের দুজনের জন্যেই হয়তো পারিবারিক সম্পর্কে জড়িয়ে পড়বে হলিউড ও বলিউড।

এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কি না, পেলেও কতোটা টেকসই হবে সেটা হয়তো সময় বলে দেবে। তবে আপাতত এই দুজন যে চুটিয়ে প্রেম করছেন এই বিষয়ে সন্দেহ কেটেছে সবার। এবার অপেক্ষা কেবল পরিণয়ের।

সারাবাংলা/টিএস/পিএম

https://www.instagram.com/p/BkVesltA4aT/?utm_source=ig_embed

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর