Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে প্রেমিকাকে সামনে আনলেন আমির

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ মার্চ ২০২৫ ১৮:৫১

গৌরি ও আমির খান

বলিউড তারকা আমির খানের চার বছর আগেই কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। জানা গেছে, আমির অন্যকে মন দিয়েছেন। শুধু তাই নয়, নতুন মানুষের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত এ অভিনেতা। তবে একেবারে অন্তরালে রহস্যময়ী। নাম শোনা গেলেও, তাকে দেখা যায়নি। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০তম প্রাক জন্মদিন উদযাপন করলেন আমির। তবে সে ছবি প্রকাশ্যে আসেনি।

আজ (১৪ মার্চ) আমিরের জন্মদিন। এবার আবার ৬০তম জন্মদিন বলে কথা! তাই উদযাপনও বেশ জমকালো। বুধবার রাতেই তার বাড়িতে শাহরুখ, সালমান খানরা অংশ নেন। বৃহস্পতিবার গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক জন্মদিন উদযাপনে মাতেন আমির। ওই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে ফটো সাংবাদিককে ছবি প্রকাশ্যে আনতে নিষেধ করেন আমির। অভিনেতার অনুরোধ অবশ্য শোনেন সবাই।

বিজ্ঞাপন

বিচ্ছেদের এতকাল বাদেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই সাবেকের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট রয়েছে। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুদিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই তাদের মাঝে। প্রেম নিয়ে ৬০ বছরের আমির খান এখনো আগের মতোই।

আমির কিছুদিন আগে নিজেই বলেছিলেন, ‘আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কতটা রোমান্টিক।’ সেই রোমান্টিসিজমে ভর করেই বেঙ্গালুরুর গৌরীর প্রেমে নতুন ইনিংস শুরু করলেন আমির খান! কেউ কেউ বলছেন, আমিরের জীবনের নতুন অধ্যায় শুরু করা এখন শুধু সময়ের ব্যাপার।

সারাবাংলা/এজেডএস

আমির খান গৌরি প্রেমিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর