২৪ ঘণ্টার আগেই ২ মিলিয়ন ‘জংলি’ ভিউ
১৪ মার্চ ২০২৫ ১৯:০৮
লুক পোস্টারেই আলোড়ন সৃষ্টি করেছিলো ‘জংলি’। ছবিটির টিজার সিয়াম আহমেদের ভক্তদের সে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। তার প্রমাণ ২৪ ঘণ্টা না পেরোতেই ‘জংলি’র টিজার ২ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) টিজারটি প্রকাশের পর সিয়াম ভক্তরা বলছেন, এটা কি তারা ‘পুষ্পা’ নাকি ‘কবির সিং’ দেখলেন। এর জবাবও টিজারে দিয়েছেন সিয়াম─ ‘পুষ্পা? কবির সিং? অ্যাহহে! জংলি!’
১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাঁড়ি আর পুরোদস্তুর অ্যাকশন লুকে মাসালা হিরোরূপে দেখা মিললো সিয়াম আহমেদের। এতদিন সিনেমার প্রচারণায় কোথাও না থাকা বুবলীকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে বুবলীর চরিত্রের গুরুত্ব। তবে গোটা টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ংকর মারমুখী ভাইবে। লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন, দেশীয় গল্পে দেশীয় নির্মাণেও দারুণ কিছু ঘটানো সম্ভব!
টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতদিন ‘জংলি’তে সিয়ামের সঙ্গে বুবলী ও দীঘিই ছিলেন আলোচনারা কেন্দ্রে। টিজারে সিয়ামের সঙ্গে দেখা গেছে একজন শিশুশিল্পীকেও। আন্দাজ পাওয়া গেল, জংলির গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখেছে টিম। নিশ্চয়ই এই ধাঁধার উত্তর কিছুটা হলেও মিলবে ‘জংলি’র ট্রেলারে। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমা হলের পর্দায়।
‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
সারাবাংলা/এজেডএস