Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোড নম্বর ৭, বাড়ী নম্বর ১৩’


২৩ জুন ২০১৮ ১৭:২৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

মানুষের জীবনে অনকে রকম স্বপ্ন থাকে। সব স্বপ্ন মানুষের পূরণও হয় না। তবুও মানুষ স্বপ্ন দেখে, ভাবে হয়তো একদিন স্বপ্ন পূরণ হবে। শাকুর সাহেব ঠিক তেমন একজন মানুষ। তারও একটি স্বপ্ন আছে। সেটি বাড়ি কেন্দ্রিক। যে বাড়িতে তার সন্তানরা বড় হয়েছে, কেটেছে তারও সোনালী দিন। সেই বাড়িটিকে সুন্দর করে সাজাবেন। সন্তানদের মানুষ করতে গিয়ে তা আর হয়ে ওঠেনি। নিজে না পারলেও সন্তানরা সেই স্বপ্ন পূরণ করবে বলে তার বিশ্বাস ছিলো। কিন্তু বিধি বাম! সন্তানদের লোভ, স্বার্থপরতার কাছে মূল্যহীন হয়ে পড়ে তার স্বপ্ন।

বিজ্ঞাপন

এটি বাস্তব ঘটনা না হলেও বাস্তাবতার সঙ্গে মিল থাকায় এমনি একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘রোড নম্বর ৭, বাড়ী নম্বর ১৩’। এটি পরিচালনা করেছেন আজাদ আবুল কালাম। লিখেছেন রুলীন রহমান। পারিবারিক গল্পের নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন সহ আরও অনেকে।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘রোড নম্বর ৭, বাড়ী নম্বর ১৩’ নাটকটি।

সারাবাংলা/আরএসও/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর