শাড়ির মডেল হলেন সালমান শাহের স্ত্রী
১৬ মার্চ ২০২৫ ১৭:৪৬
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ্র স্ত্রী সামিরা খান। ১৯৯৬ সালে সালমানের মৃত্যুর পর তাকে নিয়ে নানান আলোচনা-সমালোচনা হয়েছে। এসব নিয়ে বহু বছর পর গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলেছেন। তবে তিনি আবারও ক্যামেরা সামনে এসেছেন। এবার তিনি এসেছেন মডেল হিসেবে। সামাজিক মাধ্যমে শাড়ির মডেল হিসেবে হাজির হয়েছেন তিনি। সেগুলো বেশ নজর কেড়েছে নেটিজেনদের।
‘গো দেশী- মেড ইন বাংলাদেশ’ নামের একটি ব্র্যান্ডের পোশাকের মডেল হয়েছেন সামিরা। বিষয়টি জানিয়েছেন গো দেশীর কর্ণধার সাবেরা আনোয়ার। নিজের ফেসবুকে বিভিন্ন শাড়িতে নিজের নান্দনিক সৌন্দর্য মেলে ধরে মডেলিংরত সামিরার ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘তিনি রহস্যময়, তিনি সৌন্দর্যের এক অনন্য প্রতীক। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, তার আভিজাত্য ও কমনীয়তা আজও অনন্য।’
সামিরার সৌন্দর্যের প্রশংসা করে তিনি লেখেন, ‘তার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং এক অদ্ভুত জ্যোতি যা চারপাশকে আলোকিত করে। তিনি আধুনিক নারীর প্রতিচ্ছবি, যিনি আত্মবিশ্বাসে ভরপুর, আভিজাত্যে সমৃদ্ধ। তিনি শুধুই একজন নারীই নন, তিনি তার সন্তানদের জন্য অনুপ্রেরণা, তার সঙ্গীর জন্য আশ্রয়।’
‘গো দেশীর জন্য তিনি সময় দিয়েছেন যা অন্য কোনো মিডিয়া বা ফ্যাশন হাউস কখনও পায়নি, যার জন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ফটোশুটে ধরা দিয়েছে তার মোহনীয় উপস্থিতি, যেখানে আমরা তুলে ধরেছি তার ব্যক্তিত্বের মাধুর্য। অনবদ্য শৈলীতে গড়া প্রতিটি ফ্রেম যেন বলে যায় এক নীরব কবিতা’- সামিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন সাবেরা।

সামিরা খান
মডেলিংয়ে যুক্ত হওয়ার গল্প জানিয়ে সামিরা গণমাধ্যমকে বলেন, ‘গো দেশী’র সত্ত্বাধিকারী আমার ছোট বোনের মতো। খুব আদর করি আমি ওকে। বেশ ক্রিয়েটিভ একটা মেয়ে। সম্পূর্ণ দেশি পণ্যে ক্রেতাদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। ওর এই দেশপ্রেমটাও আমার খুব ভালো লাগে। তার উপর বেশ মানবিক চিন্তা নিয়ে ও কাজ করছে। গো দেশী মূলত একটি এনজিও। সবদিক ভেবে কাজটি করেছি।’
সামিরা জানান, ‘আমি ওদের দশটি পোশাক পরে ফটোশুট করেছি। পাঁচটি শাড়ি, পাঁচটি সালোয়ার কামিজ। পুরো আয়োজনটিই আমি আনন্দের জন্য করেছি। গো দেশীর সুন্দর যাত্রায় আমি সঙ্গী হতে পেরে আনন্দিত। তাছাড়া দেশি পণ্যের বিকাশ, গুণগত মান ও ক্রেতার সন্তুষ্টির প্রশ্নে গো দেশী খুবই দায়বদ্ধ। এমন পণ্যের প্রচারে অংশ নেয়া উচিত।’
অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ফটোশুটে অংশ নিতে শুরুতে অনেকটা আনইজি লাগছিল বটে। আমি ইমনের (সালমান শাহ) বিভিন্ন সিনেমার পোশাক বা ড্রেসআপের কাজ করলেও কখনো ক্যামেরার সামনে যাইনি। একটু আনইজি তো লাগবেই। তবে কাজটা করে খুব এনজয় করেছি। ভিডিও ও ছবিগুলো প্রকাশ হওয়ার পর সবাই খুব ইতিবাচকভাবে নিচ্ছেন, অনেকে প্রশংসা করছেন; এগুলো আরও ভালো লাগছে।’
বর্তমানে সামিরা খান সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের ঘরণী।
সারাবাংলা/এজেডএস