Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিসান খান শুভর নতুন গান ‘চলে যায়’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৭:৫৪

জিসান খান শুভ

কথা দিয়ে যখন কেউ দূরে চলে যায়, তখন যত্ন করে দেখানো চেনা স্বপ্নগুলো রোজ কাঁদতে থাকে। জীবনের খাতায় লেখা হয় বেদনা আর একরাশ হতাশার কাব্য। অবেলায় মনের আকাশে জমতে থাকে মেঘ।

চেনা জীবনের এইসব অচেনা ছন্দ নিয়ে এবারের ঈদে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ নিয়ে আসছেন নতুন গান ‘চলে যায়’। শব্দে ছন্দের গাঁথুনী দিয়ে তাতে সুর করে কন্ঠ দিয়েছেন শুভ নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

কক্সবাজারের মনোরোম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। জিসান খান শুভর সঙ্গে মডেল হয়েছেন মুক্তি মাহফুজ।

বিজ্ঞাপন

নতুন এই গান নিয়ে জিসান খান শুভ জানালেন, ‘আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সঙ্গে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সঙ্গীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি; যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদ আয়োজনে তাদের ইউটিউব চ্যালেনে প্রকাশ পাবে শুভর ‘চলে যায়’ গানটির ভিডিও। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৩ জননের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

ছবির গল্প নৌকার হাট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর