Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০৯-এ সানাই সম্রাট

আশীষ সেনগুপ্ত স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৭:২৮

ধ্রুপদী সঙ্গীতের ধারায় একটা সময় পর্যন্ত যে বাদ্যযন্ত্রটির বিশেষ কোন মান ছিল না, সেই বাদ্যযন্ত্রটিকে বিশ্ব দরবারে জাতে তুলে দিলেন এই কিংবদন্তী। শুধু জাতে তোলাই নয়, সামগ্রিক ভাবে সানাই-বাদনকে এমন এক উত্তুঙ্গ উচ্চতায় তুলে দেন যে, আজও সেই শিখর অধরাই থেকেছে অন্যদের কাছে। ওস্তাদ বিসমিল্লাহ খানকে অবশ্য শুধুই সানাইয়ের এক অনন্য সাধারণ শিল্পী বললে কম বলা হয়। আসলে সানাই যন্ত্রটির নতুন করে যেন জন্মই হয়েছে তার হাতে …

সারাবাংলা/এএসজি
সম্পর্কিত ভিডিও