Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর ছাড়পত্র পেলো ‘অন্যদিন…’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৪:২৬

‘অন্যদিন…’ ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে প্রদর্শিত হয়েছিল। ছবিটি দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে হবে। সেন্সর ছাড়পত্র পেয়েছে কামার আহমাদ সাইমন নির্মিত ছবিটি।

কামার আহমাদ সাইমন জানান, “রাজনীতি বাদে শিল্প মানে ভণ্ডামি। যদিও মানুষের সাথে অন্য কিছুর তুলনা হয় না, তবু এই খবরে আমার মনে হচ্ছে—আজকে গুম ঘর থেকে মুক্তি পেল অন্যদিন…।”

বিজ্ঞাপন

‘অন্যদিন…’ ছবির জন্যই ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোন নির্মাতা হিসাবে ‘ফিচারড ডিরেক্টর’এর সম্মাননা পেয়েছিলেন কামার আহমাদ সাইমন। সেই সাথে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। ২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলার অন্যতম প্রধান ইডফা’র মূল প্রতিযোগিতায় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয় ‘অন্যদিন…’ এর।

এরপর ২০২২’শে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য ‘হ্যারেল এওয়ার্ড’, নিউ-ইয়র্কের মমি’তে সে বছরের মাত্র ১৮টা নির্বাচিত মাস্টারপিসে সিলেকশন, জুরিখে ‘গোল্ডেন আই’ নমিনেশন, নন্তের ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টসের প্রতিযোগিতায়, সিডনিতে অফিশিয়াল সিলেকশনসহ দুনিয়ার নানান দেশে প্রদর্শিত হয়।

নিজ দেশে এতদিন দেখানো যায় নাই ‘অন্যদিন…’। কারণ, ছবিটার রাজনৈতিক কমেন্টারি বা বক্তব্য পছন্দ হয় নাই তখনকার সেন্সর বোর্ডের। তাই এতদিন আঁটকে ছিল ‘অন্যদিন…’।

সারাবাংলা/এজেডএস

অন্যদিন