Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে ১৫ নাটক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৫:২৮

সিএমভি

উৎসব মানেই যেন সিএমভি’র তারকা খচিত আয়োজন। ঈদ হলে তো সেই আয়োজনে যোগ হয় বাড়তি মাত্রা। বরাবরের মতো এবারের ঈদেও জমকালো আয়োজন রয়েছে এই ব্যানারে। এবার মোট ১৩টি বিশেষ নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব টিভি তারকা। যার মধ্যে রয়েছেন মেহজাবীন চৌধুরী, জোভান, তটিনী, তৌসিফ, নীহা, মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান, মীর রাব্বি, কেয়া পায়েল, ফারুক আহমেদ, স্পর্শিয়া, ইয়াশ রোহান, সাফা কবিরসহ অনেকেই।

এরমধ্যে উৎসবের শুরুটা হবে চাঁদরাতে সজীব খান নির্মিত ‘প্রেম ভাই’ নাটকের মাধ্যমে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তটিনী ও ফারুক আহমেদ। ঈদের দিন মুক্তি পাবে আলোচিত নাটক ‘বাজি’। তৌফিকুল ইসলামের নির্মাণে নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান , কেয়া পায়েল ও মীর রাব্বি।

বিজ্ঞাপন

সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে টানা ১৫ দিন নাটকগুলো উন্মুক্ত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

এই তালিকায় আরও থাকছে মহিদুল মহিমের ‘ফিরে দেখা’, অভিনয়ে জোভান ও তটিনী। হাসিব হাসান রাখির ‘মন দিওয়ানা’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী। শিহাব শাহীনের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। মাহমুদ মাহিনের ‘প্রিয় প্রিয়সিনী’, অভিনয়ে জোভান ও তটিনী। এ কে পরাগের ‘লাইজু’, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান ও শরাফ আহমেদ জীবন।

থাকছে মাহমুদ মাহিনের ‘শেষটা তুমি’, অভিনয়ে ফারহান ও স্পর্শিয়া। প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল। রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী। আবুল খায়ের চাঁদের ‘তুমি যাকে ভালোবাসো’, অভিনয়ে জোভান, কেয়া পায়েল ও কিংকর আহসান। ইমরোজ শাওনের ‘ব্রেকিং নিউজ’, অভিনয়ে তৌসিফ ও তটিনী। ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে জোভান-মেহজাবীন চৌধুরী অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’, এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী।

বিজ্ঞাপন

আরও থাকছে মাসরিকুল আলমের ‘মেঘের বৃষ্টি’, অভিনয়ে জোভান ও নিহা। এ কে পরাগের ‘হাউ কাউ’, অভিনয়ে ফারহান ও সাফা কবির।

এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘বলতে পারেন গোটা বছর ধরেই আমরা ঈদের গল্পগুলো সাজাতে থাকি। যেন ঈদ উৎসবে দর্শকদের দারুণ সব নাটক উপহার দিতে পারি। সেই ধারাবাহিকতা এবারও থাকছে। মোট ১৫টি প্রজেক্ট এবার আমরা তৈরি করেছি। যেখানে দেশের প্রায় সব তারকা শিল্পী, নির্মাতা ও চিত্রনাট্যকারের মেলবন্ধন ঘটেছে। আশা করছি আমাদের এই কাজগুলো দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে। সবাইকে সিএমভির পক্ষ থেকে ঈদ মুবারক।’

সারাবাংলা/এজেডএস

ঈদ নাটক ২০২৫ সিএমভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর