ঢাকাই ছবির একচ্ছত্র অধিপতি তিনি। তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়; ব্যবসার বীজ বোনেন প্রযোজক-হল মালিকরা। ঢালিউডের রঙিন দুনিয়ায় কতোই না নতুন মুখ আসে, তারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, কিন্তু সময়ের আবর্তে তাদের অনেকেই আবার হারিয়েও যায়। কিন্তু এই নায়ক বহাল তবিয়তে বসে আছেন ঢালিউডের রাজার আসনে…