Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুচিত্রা সেন: আজও বাঙালির মনে চির অমলিন এক মহানায়িকা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ১৬:২৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:৪১

‘মহানায়িকা’- এই নামটিতেই আপামর বাঙালির হৃদয়ে ভেসে ওঠে তার সেই মুখশ্রী। ষাটের দশকের সেই মায়াভরা চাহনি, গ্ল্যামার, লাস্যময়ীর অভিনয়ে আজও ডুবে রয়েছেন ভক্তরা। তাকে নিয়ে বাঙালির সেনসেশন আজও অটুট। তার বাকা ঠোঁটের হাসি দেখলে এখনো যেন হৃদপন্দনটা একটু হলেও বেড়ে যায়। বছর আসে, বছর যায়— কিন্তু বাঙালির মননে, বাঙালির হৃদয় জুড়ে আজও সেই ‘মহানায়িকা’ সুচিত্রা সেন …

সারাবাংলা/এএসজি

অডিও-ভিজ্যুয়াল উত্তম কুমার জন্মদিন বাঙালির মনে চির অমলিন এক মহানায়িকা বাংলা চলচ্চিত্র ভিডিও মস্কো চলচ্চিত্র উৎসব রমা সাত নম্বর কয়েদী সাত পাকে বাঁধা সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস সুচিত্রা সেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর