Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়োজিদ-লিপির ‘কি পাগল বানাইলা আমারে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৬:৪১

প্রেম-প্রীতির অপার খেলায় কেবল একে অপরকে মায়া জড়ানোই যেন মূখ্য বিষয়। চিরকালের এই টানে থাকে আবেগ আর ভীষন রকম পাগলামী। প্রেমর সেই মায়ার পাগলামী নিয়ে গান বেঁধেছেন ভাটি অঞ্চলের ছেলে বায়েজিদ পাগলা। গানের শিরোনাাম ‘কি পাগল বানাইলা আমারে’। নিজের কথা ও সুরে, চঞ্চলের সঙ্গীতে বায়েজিদের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন লিপি শর্মা। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটির ভিডিও নির্মাণ করছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে দর্শক দেখতে পাবেন বায়েজিদ পাগলা ও লিপি শর্মার রসায়ন।

বিজ্ঞাপন

গানটি নিয়ে বায়েজিদ পাগলা বলেন, ‘গান আমার মনের খোরাক। তা দিয়েই শ্রোতাদের বিনোদন দেয়ার চেষ্টা করি। ভাটির গান, মাটির গান ‘কি পাগল বানাইলা আমারে’। আশা করছি আমার অন্য গানগুলোর মত এই গানটিও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটির ভিডিও এবারের ঈদ আয়োজনে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে দেশি বিদেশি সব মিউজিক প্লাটফর্মে।

সারাবাংলা/এজেডএস

কি পাগল বানাইলা আমারে বায়েজিদ পাগলা লিপি শর্মা