Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘তোমাদের গল্প’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৭:১২

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’। এতে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকেল ৪টায় এসেছে ‘তোমাদের গল্প’। চার দিনে এটি দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি। এতে মন্তব্য পড়েছে ২০ হাজারের বেশি।

বিজ্ঞাপন

‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা।

নাটকটিতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। তাদের বিশেষণে এটি, ‘এককথায় অসাধারণ’, ‘পুরস্কার পাওয়ার মতো’, ‘শ্রেষ্ঠ নাটক’। এমন দারুণ একটি নাটক নির্মাণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন হাবিবুর রহমান নিরব নামের দর্শকসহ অনেকে।

পশ্চিমবঙ্গ থেকে একজন ভারতীয় দর্শক লিখেছেন, ‘এত সুন্দর একটি গল্প। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর। এমন নাটক আমরা আরো দেখতে চাই।’

বিজ্ঞাপন

মাসুদ আলম নামের একজন কলকাতার মালদা জেলা থেকে নাটকটি দেখে লিখেছেন, ‘এরকম পারিবারিক ঈদ নাটক একটাও দেখিনি। অসম্ভব সুন্দর হয়েছে। শেষ দৃশ্যে চোখে জল চলে এসেছে।’

মো. আলমগীর ইসলাম নামের একজন লিখেছেন, “হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকের পর এটাই আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নাটক। অনেক কান্না করেছি। জীবনের সঙ্গে অনেক মিল আছে। মন ছুঁয়ে গেলো।”

মো. সজীব হোসেন নামের একজন লিখেছেন, ‘জীবনে প্রথম একটি বারও কোনো স্কিপ করা ছাড়া নাটক দেখেছি। কী অসাধারণ বাস্তবিক একটি গল্প আর সকলের এমন আবেগপ্রবণ অভিনয়। অসাধারণ ছিলো।’

মেহেদি হাসান নামের এক দর্শক মনে করেন, ‘হৃদয়ে গেঁথে থাকবে এমন একটি নাটক। এবারের ঈদের শ্রেষ্ঠ নাটক হবে এটি।’

হাসান নামের একজন লিখেছেন, ‘একান্নবর্তী পরিবারের বড় ছেলের ঘরে বড় ছেলে আমি। অনেক মিস করছি আমার একান্নবর্তী পরিবারকে, যেখানে কানায় কানায় ছিলো পরিবারের সুখ-শান্তি। সময়ের বিবর্তনে আজ আমরা একজন আরেকজনের থেকে অনেকদূরে। নাটকটি দেখে আমার হারানো স্মৃতি ফিরে পেলাম, চোখ জলে ভিজে গেলো। সত্যিই অসাধারণ লেগেছে, ছুঁয়ে গেছে আমার মনপ্রাণ। আমাদের সমাজ ও পরিবারের কিছু অনবদ্য গল্প তুলে ধরার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সার্থক ও ধন্য।’

নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এর কথা লিখেছেন জনি হক। সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। রঙ বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি।

সারাবাংলা/এজেডএস

তোমাদের গল্প মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর