Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে জামিল-মুনমুন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৪:১৫

‘মীরাক্কেল’খ্যাত জামিল হোসেন ও মুনমুন বহু নাটকে জুটি হিসেবে কাজ করেছেন। তাদেরকে পর্দায় বর-কনের ভূমিকায় দেখা গিয়েছে অনেকবার। মিডিয়াপাড়ায় গুঞ্জন ছিলো তাদের মধ্যে প্রেম চলছে। কিন্তু বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন দুজন। তাই রোববার (৬ এপ্রিল) রাতে অভিনেত্রী মনিরা মিঠু যখন তার ফেসবুকে লাইভ করছিলেন, সবাই ভেবেছিলেন এটি বুঝি কোনো নাটকের শুটিং। কারণ ভিডিওতে দেখা যাচ্ছিলো জামিল ও মুনমুন বিয়ের মালা বদল করছেন। তবে মনিরা মিঠুই নিশ্চিত করলেন, তারা দুজন সত্যি সত্যি বিয়ে করছেন।

বিজ্ঞাপন

ওই লাইভের কিছুক্ষণ পর মিডিয়া পাড়ার অনেকেই দুজনকে শুভকামনা জানিয়ে পোস্ট দেন। পরে অবশ্য জামিল ও মুনমুন দুজনেই নিজেদের আইডিতে বিয়ের খবরটি প্রকাশ করেছেন। চেয়েছেন দোয়া।

জানা গেছে, রোববার ঢাকার উত্তরার একটি রেস্তোঁরায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জামিল ও মুনমুনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের ছবি পোস্ট করে জামিল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ তাদের বিয়ের একাধিক ছবি ও ভিডিও ক্লিপস শেয়ার করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। ক্যাপশনে লেখেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।

মূলত একসঙ্গে অভিনয়ের সূত্র ধরেই একে অপরের সঙ্গে পরিচয় ও কাছে আসা। একসময় তারা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন। জামিল বলেন, ‘বছরখানেক আগে আমাদের দুজনের পরিচয়। মুনমুনও অভিনয় করে। অভিনয়ের সূত্রে পরিচয় হলেও একটা সময় আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়। আমরা ভাবলাম, সম্পর্কটা আরও এগিয়ে নেওয়ার। এরপর দুজনের পরিবারের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয় এবং আমরা বিয়ে করি।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান জামিল হোসেন। এরপর অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক প্রযোজনার সঙ্গেও জড়িত আছেন। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এ অংশগ্রহণের পর। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি। বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুনমুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় করে পরিচিতি পেয়েছেন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

জামিল হোসেন বিয়ে মুনমুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর