Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গণহত্যার প্রতিবাদ দেশি তারকাদের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৪:৩৮

ফিলিস্তিনের গাজায় ধ্বংসজজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনি। এতে শত শত বাড়ি-ঘর ধ্বংস হচ্ছে। বোমা হামলায় হাজার হাজার মানুষ তুলার মত উড়ে যাচ্ছে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের মরদেহ রাস্তায় পড়ে রয়েছে। মৃতদেহের সৎকার করার কেউ নেই। পুরো বিশ্ব হতবাক। গাজায় চলমান এ হত্যাজজ্ঞের বিরুদ্ধে বরবারবরই সোচ্চার আমাদের দেশের তারকারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তারা প্রতিবাদ জানাচ্ছেন এ গণহত্যার।

বিজ্ঞাপন

ঢালিউড ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা শাকিব খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের পাশে আছি – ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।’

চিত্রনায়িক সিয়াম আহমেদ দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি।’

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে সিয়াম লিখেছেন, ‘আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।’

ঢালিউডের আরেক চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘গাজার আকাশের যে ধোঁয়া আর অশ্রুর বৃষ্টি সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা শুধু প্রার্থনা করতে পারি, কাঁদতে পারি, আর চিৎকার করতে পারি। এই মানুষগুলোর অপরাধ কি শুধু এই যে, তারা নিজেদের মাটিতে বাঁচতে চায়?’

অভিনেত্রী জয়া আহসান একাধিক পোস্টে সমর্থন জানিয়েছেন গাজাবাসীর প্রতি। এক ফেসবুকে অভিনেত্রী প্রশ্ন রেখেছেন বিশ্বের বড় বড় নেতাদের প্রতি। জয়া লিখেছেন, ‘দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।’

বিজ্ঞাপন

পরিচালক আশফাক নিপুণও ফেসবুকে গাজার জন্য লিখেছেন, ‘দুইটা ভিডিও। একটায় গাজায় শিশু ভাইয়ের চিৎকার করে কান্নায় প্রবোধ দিচ্ছে আরেক শিশু।আরেকটায় গাজায় ধ্বংসস্তুপে বসে চোখে পানি নিয়ে কিছু একটা খেতে খেতে আবার কাঁদছে আরেক শিশু। এই দুই শিশুর কষ্টের অভিশাপে পাপীরা যেন শেষ হয়ে যায়! জুলুমের শেষ পরিণতি যেন দেখে যেতে পারে এই দুই শিশু সহ ফিলিস্তিনের লাখ লাখ মজলুম।’

গায়ক আসিফ আকবর গাজাবাসীদের নিয়ে লিখেছেন, ‘বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে।’

নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনও এক ভিডিও বার্তায় গাজার প্রতি নিজের সমর্থন জানিয়েছেন।

অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুকে গাজায় ইসরায়েলি হামলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদত এর চিত্র!’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই এক দিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে। সোমবার (৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ ইলিয়াস কাঞ্চন গণহত্যা গাঁজা জয়া আহসান তমা মীর্জা শাকিব খান সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

‘ভারতকে কঠোর বার্তা দিন’
১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর