Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করেছেন শামীম হাসান সরকার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৪:৪২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৪:৪৮

শামীম হাসান সরকারের বিয়ে নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। তবে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন তিনি। সে পোস্টের ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। এই ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানেরও দেখা মিলেছে।

স্ত্রীর পরিচয় সম্পর্কে অবশ্য ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি এই অভিনেতা। তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে।

সারাবাংলা/এজেডএস

বিয়ে শামীম হাসান সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর