Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষের পথে মোশাররফের ‘কুরকাব’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। ছবিটি দর্শক-বোদ্ধা মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এর মধ্যে এলো তার নতুন ছবির খবর। নূর ইমরান মিঠুর ‘কুরকাব’-এ অভিনয় করেছেন তিনি।

ছবির একদিনের দৃশ্যধারণ বাকি আছে বলে জানালেন নির্মাতা। অনেকটা গোপনেই হয়েছে এর শুটিং। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মীর রাব্বি। এ ছাড়া বেশির ভাগ নতুন শিল্পীরাই অভিনয় করেছেন।

বড় পর্দা ও ওটিটিতে ব্যস্ততা বাড়লেও যে কোনো উৎসব আয়োজনে হাজির হন ছোট পর্দায়। গেল ঈদে ছোট পর্দায় ছিল তার সরব উপস্থিতি। বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।

এদিকে মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে পয়লা বৈশাখে। নির্মাতা ফজলুল কবির তুহিন জানান, পয়লা বৈশাখ উপলক্ষে বিলডাকিনি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এর আগে কয়েকবার তারিখ ঠিক করেও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। সবশেষ গত ২৪ জানুয়ারি মুক্তির কথা ছিল ছবিটি।

সারাবাংলা/এজেডএস

কুরকাব মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর