‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ
৮ এপ্রিল ২০২৫ ১৭:৫৩
ঈদুল ফিতরে ১২০টির বেশির হলে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয়ের প্রথম পরিচালনা এটি। আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খানের দুর্দান্ত অভিনয়ের কারণে ছবিটি ব্যবসা করছে দারুণ। সব কয়টি প্রায় প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টারে প্রতিদিন ৬০-৭০টি করে শো চলছে ছবিটির।
‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি অনেকবার গণমাধ্যমে বলেছেন ছবিটির বাজেট ১৫-১৬ কোটি টাকা। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ছবির প্রধান অভিনয়শিল্পীর পারিশ্রমিক কত ছিল? বিষয়টি নিয়ে কথা বলেছেন পরিচালক হৃদয়।
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন প্রতিদিন’। অনুষ্ঠানটিতে সম্প্রতি অতিথি হিসেবে এসেছিলেন হৃদয়। সেখানে উপস্থাপিকা তাকে ‘বরবাদ’-এ শাকিব খানের পারিশ্রমিক কত ছিল জানতে চান। জবাবে হৃদয় সরাসরিই জানান, ১ কোটি ২০ লাখ টাকা।
শাকিব খান ৩-৪ বছর আগেও ছবি প্রতি ৪০-৫০ লাখ টাকা করে পারিশ্রমিক নিতেন। মূলত ‘প্রিয়তমা’ অভাবনীয় ব্যবসায়িক সফলতা পাওয়ার পর থেকে তিনি তার পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলেন। শোনা যাচ্ছে, তিনি তার পরবর্তী ছবিগুলোতে দেড় কোটি টাকা করে পারিশ্রমিক চাচ্ছেন। প্রযোজকরা তাকে এখন নির্ভাবনায় এ পারিশ্রমিক দিচ্ছেন। কারণ, এ মুহূর্তে শাকিব খান মানেই ‘মানিব্যাক গ্যারান্টি’।
সারাবাংলা/এজেডএস