শাকিব দিন দিন তরুণ হয়ে উঠছেন: নুসরাত জাহান
৮ এপ্রিল ২০২৫ ২০:৩২ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ২৩:৪৮
এবারের ঈদের এক নম্বর ছবি কোনটি যদি জিজ্ঞেস করা হয়, তাহলে নির্দ্বিধায় সবাই বলবেন ‘বরবাদ’। শাকিব খান অভিনীত ছবিটির আইটেম গান ‘চাঁদমামা’। ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন পেইজ ও চ্যানেল মিলিয়ে গানটি দুই কোটির উপরে ভিউ পেয়েছে। প্রীতম হাসানের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা রহমান। আর এতে আইটেম গার্ল হিসেবে পারফর্ম করেছেন কলকাতার নুসরাত জাহান। এই জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য সারাবাংলার সঙ্গে একান্ত আলাপে কথা বলেছেন ‘বরবাদ’ ও শাকিব খানকে নিয়ে।

নুসরাত জাহান
আলাপের শুরুতেই জানালেন এবারের ঈদ বেশ দারুণ কাটিয়েছেন। ব্যস্ততার মধ্যে ছিলেন সারাদিন। এর মধ্যেই তিনি খোঁজ নিয়েছেন ‘বরবাদ’-এর। নুসরাত জাহান সারাবাংলাকে বলেন, “ভালো লাগছে জেনে ‘বরবাদ’ ব্লকবাস্টার হতে চলেছে। একইসঙ্গে আমি খুশি ‘চাঁদমামা’ গানটি দর্শকরা অনেক পছন্দ করেছেন।”
গানটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? এমন প্রশ্নে নুসরাত সারাবাংলাকে বলেন, “সবসময় একটা ভালো কাজ করলে ভালো অভিজ্ঞতাই হয়। এটা শাকিবের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। সে ছবির অনেকদিন বাদে দুর্দান্ত একটা কম্পোজিশনে আমরা পারফর্ম করেছি। গানটাও দারুণ। মানুষের এত ভালোবাসা, এত উন্মাদনা এ গানটা নিয়ে একজন শিল্পী হিসেবে বিশাল প্রাপ্তি।”

নুসরাত জাহান
তিনি আরও বলেন, “গানটি যখন প্রথম শুনি তখন আমার খুবই ভালো লেগেছিল। প্রীতম হাসান খুবই মেধাবী সুরকার। গানটার একটা রিকল ভ্যালু আছে। আমরা ছোটবেলা থেকে চাঁদকে ‘চাঁদমামা’ বলে ডেকেছি। আমি ভীষণ আশাবাদী ছিলাম গানটি নিয়ে।”
২০১৮ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘নাকাব’-এ শাকিবের নায়িকা ছিলেন নুসরাত জাহান। তখনকার শাকিব ও ‘বরবাদ’-এর শাকিবের মধ্যেকার পার্থক্য সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। তিনি বলেন, “নাকাব’-এ যখন কাজ করেছিলাম তখন দেখেছি তিনি কতটা কঠোর পরিশ্রমী, ডাউন টু আর্থ ও বিনয়ী একজন অভিনেতা। এবার দেখলাম তিনি ১২০ শতাংশ অ্যাফোর্ট দিয়েছেন একজন শিল্পী হিসেবে। শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও তিনি অনেক ভালো, ওনার ব্যবহারও সেরকম ভালো। তার জন্যই মনে হয় তিনি মানুষের এত ভালোবাসা পেয়েছেন দু’বাংলার তরফ থেকে।’

‘নাকাব’-এর একটি গানের দৃশ্যে শাকিব খান ও নুসরাত জাহান
“দ্বিতীয়ত বলব, ওনার (শাকিব খান) বয়সটা দিনে কমে যাচ্ছে। দিন দিন উনি আরও তরুণ হয়ে উঠছেন এবং উনাকে দেখতে আরও বেশি ভালো লাগছে,”─বলেন নুসরাত।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিবের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। যৌথ প্রযোজনার ছবিটির প্রযোজক বাংলাদেশের শাহরীন আক্তার ও ভারতের আজিম হারুণ। শাকিব-ইধিকা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও কলকাতার যিশু সেনগুপ্ত। ঈদে ছবিটি ১২০টি হলে মুক্তি পেয়েছে। দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রতিদিন ৬০-৭০টি শো চলছে।
সারাবাংলা/এজেডএস/পিটিএম