ফিরছে শাহরুখ-সানি জুটি
৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৯:২৪
শাহরুখ খান ও সানি দেওলের সিনেমা ‘ডর’ কিছুদিন আগে আবারও মুক্তি পেয়েছে। যেটি কিনা বেশ ভালো সাড়া ফেলেছে। এবার সানি দেওল তার আসন্ন সিনেমা ‘জাট’ নিয়ে আলোচনায় রয়েছেন। সেই সিনেমারই একটি অনুষ্ঠানে, সানি দেওলকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন? তখন অভিনেতা ইঙ্গিত দেন যে তারা শিগগির আবারও বড়পর্দায় একসঙ্গে কাজ করতে পারেন। ‘ডর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ৩০ বছর আর একসঙ্গে কাজ করেননি তারা।
যখন সানি দেওলকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও ‘ডাবল হিরো’ সিনেমাতে কাজ করতে চাইবেন? তখন অভিনেতা বলেন- এটা তিনি ঠিক করার কেউ নন। তবে যদি এমন প্রস্তাব আসে, তাহলে তিনি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন। তার ভাষ্য, ‘আমি তো শাহরুখের সঙ্গে একটাই সিনেমা করেছি, তো আরেকটা করতে চাইব। এটা হলে ভালোই হবে। কারণ, তখন অন্যরকম সময় ছিল, এখন সময় বদলেছে। তাই এমন প্রস্তাব এলে অবশ্যই রাজি।’
সানি দেওল ইঙ্গিত করেন যে সেই সময়ের চলচ্চিত্র নির্মাতারা কতটা সৃজনশীল ছিলেন এবং নতুন নতুন জিনিস তৈরির চেষ্টা করতেন। সানি দেওল বলেন যে, ‘আজকের সময়ে সবকিছু তার ইচ্ছামতো হচ্ছে না। আগে, আমাদের পরিচালকদের পুরো বিষয়টির উপর নিয়ন্ত্রণ ছিল। আজ আমাদের পরিচালকদের তেমন নিয়ন্ত্রণ নেই, এবং গল্পগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে না যা অভিনেতাদের চিত্রকে ন্যায্যতা দেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।’
সারাবাংলা/এজেডএস