Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবাশীষের পরবর্তী সিনেমা ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৯:০৯

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস তার পরবর্তী সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’ নামের ছবিটির শুটিং শুরু করতে যাচ্ছেন জুলাই থেকে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটি নিয়ে সাংবাদ সম্মেলনে এমনটা জানান নির্মাতা দেবাশীষ। ছবিটির নাম ঘোষণা দিয়েছেন ২০২৩ সালে।

দেবাশীষ বলেন, ‘এই সিনেমার পুরো শুটিং হবে ক্যালিফোর্নিয়াতে। যার সব ধরনের প্রস্ততি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আশা আছে এ বছরের জুলাই মাসেই ক্যামেরা ওপেন করতে পারব। আর সিনেমার আর্টিস্ট সবাই আমেরিকার।’ ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’ শিরোনামের এই সিনেমায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের প্রেমের কাহিনি দেখা যাবে।

বিজ্ঞাপন

‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করবেন একঝাঁক নতুন মুখ। এ বিষয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাবে নতুন একজোড়া মুখ। গল্পটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে। রোমান্টিক গল্পে সিনেমাটি তৈরি হবে।’

এতে অভিনয় করবেন, সেজান দেওয়ান, মায়রা আলী, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, আহম্মেদ শরীফ, টনি ডয়েস. শিরীন বকুলসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেডএস

দেবাশীষ বিশ্বাস লাভ ইন ক্যালিফোর্নিয়া