Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুরন্ত টিভিতে পহেলা বৈশাখের বিশেষ আয়োজন

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১২ এপ্রিল ২০২৫ ১৬:১২

পহেলা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে দুরন্ত টিভি। এতে থাকছে ‘হৈ হৈ হল্লা’ – সিজন ৩, মঞ্চ নাটক ‘বুদ্ধু-ভুতুম ও কলাবতী রাজকন্যা’, ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ – সিজন ৩।

হৈ হৈ হল্লা – সিজন ৩

দুরন্ত টিভিতে পহেলা বৈশাখে থাকছে উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা – সিজন ৩’। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ডাক্তার সফদার চৌধুরীর বাড়ির শিশুদের মধ্যে চলে নানা আয়োজন। এবারের আয়োজনে তারা প্রত্যেকেই তাদের দাদু সফদার চৌধুরীকে নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে উৎসব উদযাপন করতে চায়। এতে ঘটে বিশাল বিপত্তি। সেই বিপত্তি এবং এর জট খোলা নিয়েই দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা – সিজন ৩’।

নাটকটি রচনা করেছেন হাসান শাহরিয়ার ও পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্র্য, ঋ, কাওসার অন্যান্য চরিত্রে – আবুল হায়াত, শাহানাজ খুশী, ফরহাদ লিমন এবং আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে ১লা বৈশাখ সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে।

মঞ্চ নাটক ‘বুদ্ধু-ভুতুম ও কলাবতী রাজকন্যা’

বাংলা নববর্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন মঞ্চনাটক ‘বুদ্ধু-ভুতুম ও কলাবতী রাজকন্যা’। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার-এর জনপ্রিয় রূপকথা ‘ঠাকুরমার ঝুলি’র গল্প ‘কলাবতী রাজকন্যা’র মঞ্চায়ন করেছে স্কলাসটিকা জুনিয়র স্কুলের বনানী ও গুলশান শাখার শিক্ষার্থীরা। নাটকটির নির্দেশনা দিয়েছেন ইভা আফরোজ খান, সঙ্গীত আয়োজন করেছেন খৈয়াম সানু সন্ধি এবং প্রযোজনায় শাহাদাৎ সেতু। নাটকটি প্রচারিত হবে পহেলা বৈশাখ, সকাল ১১টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩

পহেলা বৈশাখে বিশেষ বিশেষ রান্না নিয়ে আসছে দুরন্ত টিভির রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে একজন শিশু তার মা অথবা বাবাকে সাথে নিয়ে আসে। তারা আনন্দ করে, একাল-সেকালের বৈশাখ উদযাপন নিয়ে গল্প করে। বৈশাখ স্পেশাল খাবার হিসেবে পাটিসাপটা পিঠা, সরিষা ইলিশ, ডাবের শরবত আয়োজন করে। এসবের পাশাপাশি বৈশাখী আমেজের অনুষঙ্গ হিসেবে খাবারে যোগ হয় রসগোল্লা, কদমা, নাড়ু, মুড়ি-মুড়কিসহ নানান কিছু।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে তাহ্সিনা রহমান মিঠি ও তার মা।

আমিনা নওশিন রাইসার পরিচালনায় ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩’ সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১লা বৈশাখ দুপুর ১টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

এছাড়াও পহেলা বৈশাখে দুরন্ত টিভির অন্যান্য আয়োজনে থাকবে সকাল ৭টা ৩০ মিনিট ও ও সন্ধ্যা ৬টায় ‘রঙের খেলায় সুরের ভেলায়’, সকাল ৮টায় ‘বৈশাখী রঙ’ ও সকাল ১০টা ৩০ মিনিটে ‘লাঠি নাচ’।

সারাবাংলা/এএসজি

দুরন্ত টিভি পহেলা বৈশাখের আয়োজন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর