Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার সিনেপ্লেক্সের সব শো বাংলা ছবির দখলে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২০:৫০

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। এবারের ঈদে মুক্তি পাওয়া ছয়টি ছবির ছয়টিই তারা চালাচ্ছিলো। পাশাপাশি তাদের হলগুলোতে চলছি হলিউডের ছবি। কিন্তু তুমুল দর্শক চাহিদার পরও তারা বাংলা ছবির শো বাড়াচ্ছিলো না, এমন অভিযোগ ছিল প্রযোজক-পরিচালকদের। দর্শকরাও বিভিন্ন সিনেমা বিষয়ক ফেসবুক গ্রুপে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছিল। অবশেষে দর্শক চাহিদার কারণে স্টার তাদের হলগুলো থেকে হলিউডের ছবির শো বাদ দিয়ে সবগুলো শো বাংলা ছবিকে দিয়েছে।

বিজ্ঞাপন

ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে নতুন সবগুলো সিনেমা দেখানো হচ্ছিল। তবে এ সপ্তাহ থেকে প্রদর্শিত হচ্ছে কেবল চারটি ছবি ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর’। দর্শকের আগ্রহ কম থাকায় ‘জ্বীন ৩’ ও ‘অন্তরাত্মা’র প্রদর্শনী বন্ধ করা হয়। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে মুক্তির ১৪ দিন পর আজও টিকিটের সংকট দেখা গেছে।

মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশি ছবির পাশাপাশি আমরা হলিউডের দুটি ছবি “মুফাসা” ও “ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড” চালাচ্ছিলাম। বাংলা সিনেমায় দর্শকের চাপ রয়েছে। তাই বাংলাদেশের সিনেমাকেই এখন অগ্রাধিকার দিচ্ছি, শো বাড়িয়েছি। দর্শকদের সাড়া আমাদের অভিভূত করেছে। অবস্থা দেখে মনে হচ্ছে, হলিউডের ছবি সরিয়ে দেশী ছবির শো বাড়ানোর পর দর্শক চাপ আরও বাড়বে।’

সারাবাংলা/এজেডএস

স্টার সিনেপ্লেক্স

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর