দর্শক-ব্যবসায়ী সবার মুখে ‘সুপার হিরো’
২৫ জুন ২০১৮ ১৬:৫৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। পেরিয়ে গেছে ছবি মুক্তির এক সপ্তাহ। সপ্তাহশেষে মুক্তিপাওয়া ছবিগুলো ব্যবসায়িকভাবে কোন অবস্থানে রয়েছে সেটাই এখন সবার জানার আগ্রহ। বাংলাদেশের চলচ্চিত্রে বক্স অফিস না থাকায় ব্যবসায় সঠিক হিসাব জানা সম্ভব হয় না। প্রযোজকদেরও অনিহা রয়েছে ছবির ব্যবসার হিসাব জানাতে।
তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে এবার ঈদের পাঁচ ছবির মধ্যে সবথেকে এগিয়ে আছে আশিকুর রহমান পরিচালিত শাকিব-বুবলী জুটির ‘সুপার হিরো’।
অনেকটা তড়িঘড়ি করে মুক্তি পাওয়ায় প্রথম সপ্তাহে ‘সুপার হিরো’ ছবিটি মুক্তি পেয়েছে ৮০টি হলে। দ্বিতীয় সপ্তাহেই ১০০ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ছবিটি। হলের সংখ্যা বৃদ্ধিই প্রমাণ করে দেয় যে ছবিটি নিয়ে রয়েছে দর্শকদের আগ্রহ। আর তাই হল মালিকরাও ছবিটি প্রদর্শনে কুণ্ঠা বোধ করছেন না।
কেউ কেউ আবার উত্তম আকাশ পরিচালিত শাকিব-বুবলীর ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটিকে রাখছেন দ্বিতীয় অবস্থানে। প্রেক্ষাগৃহ বেশি পাওয়ায় ব্যবসাটাও কিছু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ বেশিসংখ্যাক হল পেলে ব্যবসায়িকভাবে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।
ছবির ব্যবসা নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত সুপার হিরো এগিয়ে আছে। দ্বিতীয় অবস্থানে পোড়ামন ২ এবং তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া ও পাঙ্কু জামাই।
বিশ্বকাপ ফুটবল চলায় ঈদের চলচ্চিত্র বাজারে কিছুটা প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন তনি।
বাংলাদেশ প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন, তিনিও এগিয়ে রেখেছেন ‘সুপার হিরো’ সিনেমাকে। তার মতে দ্বিতীয় অবস্থানে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া। তবে ‘পোড়ামন ২’কে ক্রমানুসারে রাখতে চান না তিনি। তিনি বলেন, ‘আমি পোড়ামন ২ ছবিকে ক্রমানুসারে সাজাতে চাইনা। এটা ভালো ছবি। হল কম পেয়েছে। হল বাড়লে ব্যবসাও বাড়বে। আশার কথা হলো ছবিটি দেখছে দর্শকরা।’
প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুও ‘সুপার হিরো’ ছবিকে এগিয়ে রেখেছেন। তার মতে নির্মাণশৈলি, সংলাপ ও চিত্রনাট্যের কারণে ছবিটি একটু ব্যতিক্রম। খসরু বলেন, ‘প্রথম সপ্তাহে হল কম পেলেও সুপার হিরো এগিয়ে আছে। চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবিটি বেশি হল পাওয়ায় তারাও কিছুটা ব্যবসা করছে।’
চলচ্চিত্র প্রযোজক, বুকিং এজেন্ট কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজার কেউই টাকার অংকে প্রকাশ করতে পারেননি তাদের সিনেমার লাভ-ক্ষতি। সঠিক হিসাব পাওয়া গেলে হয়ত পরিবর্তন হয়ে যেত এই ক্রমানুসার। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন ‘সুপার হিরো’ ছবিটির কথা সবার মুখে মুখে ফিরছে। সিনেমা পাড়া কাকরাইল, সিনেমা হল ও তার আসেপাশে আলোচনায় আসছে সুপারহিরো সিনেমার নাম। ছবিটি কত টাকা মুনাফা করলো? এই উত্তরের চেয়ে সংশ্লিষ্টরা এই ধরনের সিনেমা নির্মাণে সবাইকে উৎসাহ দিতে চান। সংশ্লিষ্টরা চান ‘সুপার হিরো’ ঘরানার সিনেমা আরও বেশি বেশি হোক।
সারাবাংলা/আরএসও/পিএ