Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে চমক দেখালো ‘দাগি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৯:৩৭

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জমজমাট হয়ে উঠেছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। ঈদে দেশে মুক্তি পাবার পর সিনেমাটিকে ঘিরে মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এবার চমক দেখাল বিদেশেও। গেল সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পায় সিনেমাটি।

এরপর মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরো বিভিন্ন দেশে।
সিনেমাটির নির্মাতা শিহাব শাহীন বলেন, “দেশের বাইরেও হাউসফুল শো যাচ্ছে ‘দাগি’। এখনো সামনে আরো বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি পাবে, সেখান থেকেও একই রকম রেসপন্স পাব বলে আশা করছি।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “‘দাগি’ দেশে যে রকম সাড়া ফেলেছে, দেশের বাইরে তার চেয়েও অনেক বেশি সাড়া ফেলবে বলে আমার ধারণা।

কারণ দেশে তো এখন ঈদ ছাড়া সেভাবে সিনেমা হচ্ছে না, কিন্তু বিদেশে প্রতিনিয়তই সিনেমা মুক্তি পাচ্ছে, দর্শকরা সেগুল দেখছেন। প্রবাসী বাঙালি যারা আছেন, তারা দেশি সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন সব সময়। ছবিটি নিয়ে তাদের অনেক আগ্রহ দেখেছি। ‘দাগি’ একদম মফস্বলের গল্প, মফস্বলের সিনেমা যা তাদের অন্য রকম ভালো লাগা অনুভব করাবে। সব কিছু মিলিয়ে দেশের বাইরে আরো অনেক ভালো করবে সিনেমাটি, আমার বিশ্বাস।

প্রসঙ্গত, প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরেছেন শিহাব শাহীন। তার দ্বিতীয় সিনেমা ‘দাগি’-তে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

আফরান নিশো তমা মির্জা দাগি শিহাব শাহীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর