Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জংলি’র হল বাড়ছে দ্বিগুণের বেশি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৫:৩০

এম রাহিম পরিচালিত ‘জংলি’ এবারের ঈদের অন্যতম ছবি। সিয়াম আহমেদ, বুবলি অভিনীত ছবিটি প্রথম সপ্তাহে ১৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। শুরুর দিকে সিনেপ্লেক্সকে টার্গেট করে মুক্তি দেওয়া ছবিটির শো সংখ্যা বেশ কম ছিল। কিন্তু কয়েক দিন না যেতেই হলগুলোতে ছবিটির শো সংখ্যা বাড়তে শুরু করে। দর্শক চাহিদার কারণে এবার ছবিটির হল সংখ্যা বাড়ছে। ১৪ থেকে বেড়ে হল সংখ্যা হচ্ছে ৩০। অর্থাৎ প্রথম সপ্তাহের তুলনায় হল দ্বিগুণের বেশি বাড়ছে।

বিজ্ঞাপন

সারাবাংলাকে ছবিটির প্রযোজক জাহিদ হাসান অভি সারাবাংলাকে বলেন, ‘আমরা শুরু থেকে বলেছি আমাদের ছবিটি লম্বা রেসের ঘোড়া। কম হলে মুক্তি পেলেও হল ফেরত দর্শকদের রিভিউ ছিল পজেটিভ। যার কারণে দিন দিন এর শো বেড়েছে। একই সঙ্গে হল সংখ্যাও বাড়লো।’

তিনি আরও বলেন, , “আমাদের ‘জংলি’ গল্পের সিনেমা। এই এক সপ্তাহে সেটা দর্শকদের মুখ থেকেই প্রমাণিত হয়েছে। দর্শক পরিবার নিয়ে হলে এসে ‘জংলি’ দেখছেন। একজন দর্শকও ‘জংলি’র কোনো খারাপ রিভিউ দেয়নি। এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি।”

অভি জানান, প্রথম দুই সপ্তাহে ‘জংলি’ বক্স অফিসে আয় করেছে ২ কোটি ৬ লাখ টাকা। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী সপ্তাহে এ আয় কয়েকগুণ বাড়বে।

সিয়াম আহমেদ, বুবলী ছাড়া ছবিতে আরও আছেন দীঘি। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন নৈঋতা। মুক্তির পরের দিন থেকেই সিনেমাটির গল্প ও আর্টিস্টদের অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে।

‘জংলি’ সিনেমার চারটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

সারাবাংলা/এজেডএস

জংলি সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর