Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩
শিগগিরই প্রজ্ঞাপন, সম্ভাব্য তালিকায় যাদের নাম

আহমেদ জামান শিমুল
১৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৪:৪৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এ সম্ভাব্য পুরস্কার বিজয়ী। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর বিজয়ীদের নাম। নভেম্বরে পুনর্গঠনের পর প্রায় চার মাস ধরে ছবি দেখে জুরি বোর্ড। জানা গেছে, এরই মধ্যে বোর্ড সদস্যরা তাদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। খুব শিগগিরই পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে।জু

জুরি বোর্ডের সুপারিশ থেকে সম্ভাব্য পুরস্কার বিজয়ীদের কয়েকটি নাম সারাবাংলার কাছে এসেছে। সম্ভাব্য তালিকা অনুযায়ী আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন চিত্রনায়িকা শবনম ও চিত্রনায়ক জাভেদ। জুরি বোর্ডের একজন নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘শবনম ও জাভেদ দুজনেই বর্ষীয়ান অভিনেতা। বিশেষ করে জাভেদ তো এই মুহূর্তে অসুস্থ। তাই তার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

খন্দকার সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’। এ বিভাগে জুরি বোর্ডের সদস্যদের নম্বরে সবচেয়ে এগিয়ে রয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। তারপরেই রয়েছে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’। ‘শ্রেষ্ঠ পরিচালক’ হিসেবে ‘সাঁতাও’-এর খন্দকার সুমনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। তবে সম্ভাব্য তালিকায় ‘সুড়ঙ্গ’-এর জন্য রায়হান রাফি ও ‘আদিম’-এর জন্য যুবরাজ শামীমেরও নাম রয়েছে।

তমা মির্জা

‘সুড়ঙ্গ’র প্রধান অভিনেতা আফরান নিশো ‘শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র’ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন। তিনি পুরস্কার পেলে প্রথম ছবিতেই বাজিমাত করবেন। এছাড়া ‘প্রিয়তমা’র জন্য শাকিব খানও রয়েছেন সম্ভাব্য তালিকায়। তমা মির্জা ‘সুড়ঙ্গ’-এর জন্য ‘শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র’ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন। এছাড়া, সম্ভাব্য তালিকায় রয়েছেন ‘সাঁতাও’-এর আইনুন পুতুল ও ‘আদিম’-এর সোহাগী।

বিজ্ঞাপন

শিবা শানু

‘শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র’ হিসেবে ‘ওরা ৭ জন’-এর জন্য শিবা শানু এগিয়ে রয়েছে। এ ক্যাটাগরিতে একই ছবির জন্য ইমতিয়াজ বর্ষণের নাম রয়েছে।

রাশেদ মামুন অপু

রাশেদ মামুন অপু ‘প্রহেলিকা’-তে অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ খলনায়ক’ ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন। এ ক্যাটাগরিতে সম্ভাব্য তালিকায় থাকা অন্যদের নাম জানা যায়নি। ‘শ্রেষ্ঠ সম্পাদক’ ক্যাটাগরিতে সালাহ উদ্দিন আহমেদ বাবু পুরস্কার পেতে পারেন ‘ওরা সাত জন’ ছবির জন্য। এ ক্যাটাগরিতেও সম্ভাব্য তালিকায় থাকা অন্যদের নাম জানা যায়নি।

প্রিন্স মাহমুদ

গানের ক্ষেত্রে একচেটিয়াভাবে এগিয়ে রয়েছে ‘প্রিয়তমা’। ছবিটির জন্য ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সুরকার’-এর সম্ভাব্য তালিকায় শীর্ষে রয়েছেন প্রিন্স মাহমুদ। একই ছবির ‘ঈশ্বর’ গানের জন্য সোমেশ্বর অলি ‘শ্রেষ্ঠ গীতিকার’ এবং ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে রিয়াদ জুরি বোর্ডের নম্বরে এগিয়ে রয়েছেন। কোনাল এ ছবির ‘ও প্রিয়তমা’ গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়িকা’ হিসেবে  পুরস্কার পেতে পারেন। একই গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে বালাম পুরস্কার পেতে পারেন।

সোমেশ্বর অলি

‘শ্রেষ্ঠ কাহিনিকার’ হিসেবে ‘প্রিয়তমা’র ফারুক হোসেন পুরস্কার বিজয়ীদের সম্ভাব্য তালিকায় শীর্ষে রয়েছেন। ‘শ্রেষ্ঠ সংলাপ রচিয়তা’ হিসেবে জুরি বোর্ডের নাম্বারে এগিয়ে রয়েছেন ‘সাঁতাও’-এর খন্দকার সুমন। একই ছবির সুজন মাহমুদ ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ ক্যাটাগরিতে পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছেন।

‘শ্রেষ্ঠ নির্দেশক’ হিসেবে ‘সুড়ঙ্গ’-এর শহীদুল ইসলাম পুরস্কার পেতে পারেন। ‘শ্রেষ্ঠ মেকআপম্যান’ হিসেবে ‘প্রিয়তমা’র সবুজ খান অথবা ‘সুড়ঙ্গ’-এর মো. খোকন মোল্লা পুরস্কার পেতে পারেন।

সংগীতশিল্পী রিয়াদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে। এর মধ্যে ‘শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য’, ‘শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে’, ‘শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে’, ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’, ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার’, ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’, ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’, ‘শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা’, ‘শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র’ ও ‘শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র’ বিভাগে সুপারিশকৃত ছবির নাম জানা যায়নি।

জুরি বোর্ডের একজন সদস্য নাম না প্রকাশের শর্তে সারাবাংলাকে বলেন, ‘আমরা রোজার শুরুর দিকে প্রতি ক্যাটাগরিতে নিয়ম অনুযায়ী দু’টি করে নাম সুপারিশ করেছি। বেশির ভাগ ক্ষেত্রে নাম্বারের ব্যবধান হচ্ছে পয়েন্ট ১ থেকে পয়েন্ট ২। যেসব ক্যাটাগরিতে একই নম্বর দুজন পেয়েছেন সেসব ক্ষেত্রে দুয়ের অধিক নাম সুপারিশ করা হয়েছে। তবে কারা পুরস্কার পাচ্ছে কিংবা কাদের নাম সুপারিশ করেছি তা আমরা বলতে পারছি না।’

শোনা যাচ্ছে এবার বেশ কিছু ক্যাটাগরিতে পুরস্কার নাও দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে ‘শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে’, ‘শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে’ ক্যাটাগরি। বোর্ডের কোনো সদস্যই এ ব্যাপারে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। তবে একজন সদস্য সারাবাংলাকে বলেন, ‘প্রতি ক্যাটাগরিতে আমরা পাস মার্ক রেখেছি ৫। কিন্তু কিছু ক্যাটাগরিতে দেখা গেছে যারা বেশি নম্বর পেয়েছে তাদের গড় নম্বর এর থেকে মাত্র অল্প একটু বেশি। যেমন ৫ দশমিক ৩, কিংবা একজন খালি ৬ পেয়েছে। বাকিরা পেয়েছে ৫ এর কম। সব মিলিয়ে বোর্ডের কিছু সদস্য ও ক্যাটাগরিগুলোতে পুরস্কার না দেওয়ার কথা বলেছেন। তবে এ ব্যাপারে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নাম প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হবে। মে মাসের প্রথম সপ্তাহে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এজেডএস/পিটিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর