Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন ৫

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৮:৫৫

ব্যাচেলর পয়েন্ট

আড়াই বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ শেষ হলেও দর্শকরা ভোলেনি। প্রতিনিয়তই নতুন সিজনের জন্য নির্মাতা কাজল আরেফিন অমিকে নক দিতেন দর্শকরা। তাদের সেই চাওয়া মূল্য পেতে যাচ্ছে। নির্মাতা জানালেন, খুব শিগগির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আসবে।

কদিন আগে ব্যাচেলর পয়েন্ট পাঁচ নাকি ফিমেল ৫ কোনটি দেখতে চান দর্শক, জানতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন অমি ও তার টিমের সদস্যরা। সেখানে প্রায় দুই লক্ষাধিক মন্তব্যের ৯০ শতাংশই জানিয়েছেন, আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখতে চান, পরে ‘ফিমেল ৫’ চান।

বিজ্ঞাপন

দর্শকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে পরিচালক অমি এক ফেসবুক পোস্টে জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ আসবে।

চ্যানেল আই অনলাইনকে কাজল আরেফিন অমি বলেন, আড়াই বছর ধরে মানুষ আমাদের কাছে ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন চাচ্ছেন। গত আড়াই বছর যত পোস্ট দিয়েছি, সেখানে গিয়েছি মানুষ এটার কথা বলেছে। মানুষের এই ভালোবাসা ও আগ্রহকে এড়িয়ে যাওয়ার উপায় নেই।

আগামীতে সিনেমা নির্মাণ করবেন অমি। বললেন, সিনেমা করলে তার আগে আট থেকে দশ মাসের প্রস্তুতিতে যাব। তার আগে আমি দর্শকদের নতুন সিজন উপহার দিতে চাই। আমরা শুট প্ল্যানে ঢুকে গিয়েছি। কবে থেকে নতুন সিজন প্রচারে আসবে সেটাও সামনে বড় পরিসরে জানাবো।

সারাবাংলা/এজেডএস

ব্যাচেলয় পয়েন্ট সিজন ৫