Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছর শেষে পরীর হাসি


২২ ডিসেম্বর ২০১৭ ১৬:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপনডেন্ট

শীতের শুরুটা বেশ ভালোই কাটাচ্ছেন পরীমনি। ঢালিউডের এই সাম্প্রতিক সেনসেশন অনেকদিন আলোচনার বাইরে ছিলেন। বছরজুড়ে কয়েকটি ছবি মুক্তি পেলেও সাফল্যের দেখা তিনি পাননি। তবে ডিসেম্বরে এসে পরীর মুখে হাসি ফুটেছে। মালেক আফসারীর অন্তরজ্বালার সূত্র ধরে তিনি এখন স্পটলাইটে।

১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া অন্তরজ্বালার রেশ না কাটতেই সপ্তাহের মাথায় হলে এসেছে পরীর আরেক ছবি। নাম ‘ইনোসেন্ট লাভ’। এমন উচ্ছ্বসিত সময়ে পরী দিলেন নতুন ঘোষণা। প্রযোজনায় নামবেন তিনি। তবে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সোনার তরী’ হবে নাকি ‘পি.এম প্রডাকশন হবে- সে সিদ্ধান্ত দেবেন নতুন বছরে।

বিজ্ঞাপন

পরীর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম ছবিটি নির্মাণ করবেন মালেক আফসারী। কী হবে সেই ছবির নাম, গল্প হবে কেমন, কারাই বা থাকবেন পরীর সঙ্গে অভিনয়ে- সেগুলোও আপাতত আড়াল রাখার পরিকল্পনা নায়িকার।

ছবি: নূর

সারাবাংলা/কেবিএন/পিএ

পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর