পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত হচ্ছে
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৯:০৪
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের জন্য আবেদন করতে হলে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে জমা রাখতে হবে। ৬ মার্চ প্রকাশিত নতুন নীতিমালার ৬.৫ ধারায় এটি উল্লেখ করা হয়। নির্মাতা-প্রযোজকরা এ ধারার বিরোধীতা করে আসছিল। বিষয়টি নিয়ে ১৯ এপ্রিল সারাবাংলা প্রতিবেদন প্রকাশ করে। অবশেষে এ নিয়ম স্থগিত করা নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠকটিতে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান নীতিমালার ৬.৫ ধারাটি স্থগিতের ব্যাপারে সম্মতি প্রদান করেন বলে জানা গেছে।
এ বিষয়ে পূর্ণদৈর্ঘ্য অনুদান কমিটির সদস্য নির্মাতা নারগিস আক্তার সারাবাংলাকে বলেন, ‘এ নিয়মের ব্যাপারে আমাদেরও আপত্তি ছিল। আজ (মঙ্গলবার) এ ব্যাপারে মন্ত্রণালয়ে মিটিং ছিল। আমরা বলেছি একজন নতুন নির্মাতা বা প্রযোজক এ টাকাটা কোথায় পাবে? আমাদের সবার বক্তব্য শুনে উপদেষ্টা নিয়মটি স্থগিতের ব্যাপারে সম্মত হন।’
কমিটির আরেক সদস্য নির্মাতা আকরাম খানও সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিয়মটি স্থগিত হচ্ছে এটি নিশ্চিত। সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) এর মধ্যে স্থগিতাদেশের প্রজ্ঞাপন হয়ে যাওয়ার কথা।’
উল্লেখ্য সারাবাংলায় প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়টি চলচ্চিত্র নির্মাতারা প্রতিবাদ শুরু করেন। বিষয়টি নিয়ে ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২৪’ এর ব্যানারে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মীরা এক গণস্বাক্ষর কর্মসূচী হাতে নেন। সংগঠনটি মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নীতিমালার ধারাটি নিয়ে একটি বৈঠক করে। সেখানেই সংশ্লিষ্ট সকল পক্ষই নিয়মটি স্থগিতের ব্যাপারে সম্মত হয়।
এদিকে চলচ্চিত্রে অনুদানের জন্য আবেদনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সময় রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত।
সারাবাংলা/এজেডএস
৬.৫ ধারা অনুদান নীতিমালা পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ