Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলায় সংবাদ প্রকাশ
অনুদানে বাজেটের ১০ শতাংশ ব্যাংকে জমার নিয়ম বাতিল

আহমেদ জামান শিমুল
২৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:০১

ঢাকা: চলচ্চিত্রে অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসেবে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা থাকতে হবে। এমন নিয়ম ছিল নতুন নীতিমালায়। নতুন প্রযোজক বা নির্মাতাদের জন্য ধারাটি গলার কাঁটার মত ছিল। বিষয়টি নিয়ে সারাবাংলায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই সরকার নিয়মটি বাতিল করেছে। ২৩ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

‘সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময় বৃদ্ধি’ শিরোনামের প্রজ্ঞাপন বলা হয়, ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির ৮(ঘ) নং শর্তে বর্ণিত ‘প্রযোজকের আর্থিক সক্ষমতা অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকার দশ ভাগ অর্থ তার ব্যাংক হিসেবে জমা আছে’ মর্মে প্রত্যয়নপত্র দাখিলের প্রয়োজন নেই। এছাড়া অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে জানানো হয় অনুদানের জন্য আবেদনের সময়সীমা ২৭ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

৯ মার্চ প্রকাশিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান নীতিমালার ৬.৫ ধারা অনুযায়ী প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ ব্যাংকে জমা থাকা বাধ্যতামূলক ছিল। এটি নিয়ে প্রতিবাদ জানান নির্মাতা, প্রযোজকরা। বিষয়টি নিয়ে সারাবাংলা ১৯ এপ্রিল ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: ব্যাংকে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমার ধারা নিয়ে নির্মাতাদের আপত্তি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। উল্লেখ্য ধারাটি স্থগিত হচ্ছে এ ব্যাপারেও প্রজ্ঞাপনের আগেই সারাবাংলা সংবাদ প্রকাশ করে ছিল।

আরও পড়ুনঃ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: ব্যাংকে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমার ধারা নিয়ে নির্মাতাদের আপত্তি

পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত হচ্ছে

সারাবাংলায় সংবাদ প্রকাশের পরে ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২৪’ এর ব্যানারে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মীরা এক গণস্বাক্ষর কর্মসূচী হাতে নেন। সংগঠনটি মঙ্গলবার (২২ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নীতিমালার ধারাটি নিয়ে একটি বৈঠক করে। সেখানেই সংশ্লিষ্ট সকল পক্ষই নিয়মটি স্থগিতের ব্যাপারে সম্মত হয়।

ধারাটি নিয়ে শুধু সাধারণ নির্মাতারা নন, অনুদান কমিটির সদস্যরাও সারাবাংলার কাছে দ্বিমত প্রকাশ করেছিলেন। কমিটির সদস্য নির্মাতা আকরাম খান সারাবাংলাকে পূর্বে বলেছিলেন, ‘এটা স্বাধীন চলচ্চিত্রের পরিপন্থি বা অন্তরায় বলব। যে কিনা প্রথাবিরোধী কিংবা শৈল্পিক চলচ্চিত্র নির্মাণ করবে, সে সাধারণত তরুণ হয়। আর তার ব্যাংকে সিনেমার বাজেটের ১০ শতাংশ থাকাটা অস্বাভাবিক। আবার যারা জীবন ঘনিষ্ঠ বানাবেন, সেগুলোর খুব একটা পুঁজিও সাধারণত থাকে না। যার কারণে নির্মাতারাই প্রযোজক হিসেবে প্রস্তাব দেয়। অনেক সম্ভাবনাময় পরিচালকের চিত্রনাট্যই বাদ পড়ে যাচ্ছে ৬.৫ ধারার জন্য। সেক্ষেত্রে দেখা যাবে তুলনামূলকভাবে কম মেধাবী একজন জমা দিতে পারবে টাকা থাকার কারণে। এটা তো তেল মাথায় তেলই দেওয়া হলো। কিন্তু অনুদান তো প্রতিষ্ঠিত লোকদের জন্য না।’

সারাবাংলা/এজেডএস

অনুদানে বাজেটের ১০ শতাংশ নিয়ম বাতিল সারাবাংলায় সংবাদ প্রকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর