বলিউড থেকে অস্কারে আমন্ত্রিত হলেন যারা
২৬ জুন ২০১৮ ১৪:৩২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউড সুপারস্টার শাহরুখ খান, অভিনেত্রী টাবু এবং ঝানু অভিনেতা নাসিরউদ্দিন শাহকে নতুন সদস্য হিসেবে যুক্ত করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স। শুধু এই তিন জন নয় বলিউড থেকে মোট ২০ জনকে আমন্ত্রণ করেছে অস্কার কমিটি।
আর আমন্ত্রিত মোট সদস্যের তালিকা এবার আরও বড়। বলা যায় আমন্ত্রিত সদস্য এবার রেকর্ড পরিমাণ। নতুন ৯২৮ জনকে আমন্ত্রণের তালিকায় রেখেছে অস্কার। ২০১৭ তে এই সংখ্যা ছিল ৭৭৪ জন। ২০১৬ ও ২০১৫ সালে ৬৮৩ জন এবং ৩২২ জন ছিল অতিথি সংখ্যা। ৫৯টি দেশের শিল্পীরা আছেন ২০১৮ সালের তালিকায়।
বলিউড তারকাদের মধ্যে এই তালিকায় আরও আছেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, আলী জাফর। ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে এই তালিকায় আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মাধবী মুখার্জী। প্রযোজক হিসেবে তালিকায় স্থান পেয়েছেন আদিত্য চোপড়া এবং গুনীত মঙ্গা। বলিউড ইন্ডাস্ট্রি থেকে আরও আছেন সিনেমাটোগ্রাফার, ভিডিও এডিটর, কস্টিউম ডিজাইনার, মিউজিশিয়ান।
অস্কার বিজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান, অভিনেতা অমিতাভ বচ্চন, ইরফান খান, আমির খান আরও আগে থেকেই অস্কারের সদস্য।
এবারের আমন্ত্রিত অতিথিদের মধ্যে ৪৯ ভাগ নারী এবং ৩৮ শতাংশ ভিন্ন রংয়ের (শেতাঙ্গ নয়) মানুষ। একাডেমি তাদের বিবৃতিতে বলেছে নতুন সদস্যরা বিভিন্নরকম বৈচিত্র্যকে তুলে ধরবে এবং অবশ্যই বড় করে।
সারাবাংলা/পিএ