Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘দি ইকুয়ালাইজার ২’


২৬ জুন ২০১৮ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।। 

২০১৪ সালে মুক্তি পেয়েছিল ড্যানজেল ওয়াশিংটন অভিনীত সিনেমা ‘দি ইকুয়ালাইজার’। ক্রাইম থ্রিলার ঘরানার সেই সিনেমাটি আয়ের দিক থেকে ওই বছরে ছিল সবচেয়ে বড় হিট। অ্যন্থোনি ফুকোয়ার নির্মাণ আর মারামারির দৃশ্যগুলো যেমন চোখ ধাঁধিয়ে দিয়েছিল, তেমনি ক্লোয়ি গ্রেস মোরেজের অভিনয় স্পর্শ করেছিল দর্শকের হৃদয়।

জুলাইয়ের ২০ তারিখে সারাবিশ্বে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ইকুয়ালাইজার’ সিনেমার দ্বিতীয় কিস্তি। এই পর্বে ক্লোয়ি গ্রেস মোরেজের মৃত্যুর প্রতিশোধ নিতে আসবেন ড্যানজেল ওয়াশিংটন।

ফলে প্রথম সিনেমার তুলনায় এবার মারপিটের দৃশ্যগুলোতে আনা হয়েছে আরও বেশি চমক। বাড়ানো হয়েছে ছবিটির গল্পের গতি। ছবির ট্রেইলারে ড্যানজেলকে উপস্থাপন করা হয়েছে আগের থেকেও বেশি দুর্ধর্ষ করে। দুইবারের অস্কার জয়ী এই অভিনেতার অভিব্যাক্তিতে প্রকাশ পেয়েছে সাইকোপ্যাথ আচরণ।

বিজ্ঞাপন

‘দ্য ইকুয়ালাইজার ২’ ছবিতে ড্যানজেল ওয়াশিংটন ছাড়াও অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী মেলিসা লিও। আছেন সখিনা জাফরী, বিল পালম্যান, পেড্রো পাসক্যালের মতো অভিনয় শিল্পীরা। সনি পিকচারের অর্থায়নে এবারের পর্বটিও পরিচালনা করেছেন অ্যন্থোনি ফুকোয়া।

সারাবাংলা/টিএস/পিএ

ডেনজেল ওয়াশিংটন দ্য ইকুইলাইজার