Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সত্যি সত্যি শাকিবের নায়িকা সাবিলা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৩

শাকিব খান ও সাবিলা নূর

‘তুফান’ ও ‘প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা হওয়ার কথা ছিল সাবিলা নূরের। কিন্তু সে সময়ে বিভিন্ন সমস্যার কারণে তিনি ছবিগুলোতে অভিনয় করতে পারেননি। এজন্য অবশ্য পরবর্তীতে বেশ আফসোস করেছেন সাবিলা। ‘তাণ্ডব’-এ যখন তার থাকার খবর বেরিয়েছিল, তখন সবাই ভেবেছিল খবরটি বুঝি গুঞ্জন। প্রযোজনা সংস্থাও অস্বীকার করেছিল। তবে গণমাধ্যমের খবর যে মিথ্যে ছিল না, তা প্রমাণিত হল সাবিলার ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে।

রায়হান রাফি এ বিষয়ে এখনও মুখে তালা মেরে রাখলেও প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানা গেছে। বিষয়টি নিয়ে রাফি গণমাধ্যমকে বলেন, ‘নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’

বিজ্ঞাপন

তাছাড়া শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের শুটিংয়ের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এখন। সে দৃশ্যগুলো দূর থেকে কোন এক শাকিব ভক্তের মোবাইলে করা ভিডিও। যেখানে স্পষ্ট বুঝা জানা গেছে, এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে সিনেমাটির, যেখানে অংশ নিয়েছেন শাকিব-সাবিল অংশ নিয়েছেন শাকিব-সাবিলা।

উল্লেখ্য, আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তাণ্ডব’।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো