মে দিবস
দেখুন শ্রমিক অধিকারের ৫ সিনেমা
১ মে ২০২৫ ১২:৩০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:৫৮
আজ (১মে) মহান দিবস। সারা দুনিয়ার শ্রমিকদের অধিকারের কথা স্মরণ করতে দিনটি পালন করা হয়। শ্রমিকদের অধিকার নিয়ে সারা দুনিয়ায় প্রচুর সিনেমা নির্মিত হয়েছে। পৃথিবীর সকল প্রতিষ্ঠানে এ দিন ছুটি থাকে। ছুটির এ দিনে দেখে দিন শ্রমিক অধিকার নিয়ে নির্মিত পাঁচটি ছবি।
ডার্ন টাইমস (১৯৩৬, যুক্তরাষ্ট্র)
পরিচালনা ও অভিনয়: চার্লি চ্যাপলিন
শিল্প বিপ্লবোত্তর সময়ের এক শ্রমিক যান্ত্রিকতা, চাকরির চাপ ও সমাজের পুঁজিবাদী কাঠামোর সঙ্গে লড়াইয়ের গল্প উঠে এসেছে পুরো সিনেমায়। এটি একইসঙ্গে হাস্যরসাত্মক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তীক্ষ্ণ একটি সিনেমা। সিনেমায় চ্যাপলিন যান্ত্রিক সমাজে শ্রমিকের অবস্থা ও আত্মসংকটকে দারুণভাবে তুলে ধরেছেন।
দ্য বাইসাইকেল থিফস (১৯৪৮, ইতালি)
পরিচালনা: ভিট্টোরিও ডি সিকা
সিনেমাটি ইউরোপের নিউ ওয়েভের অন্যতম দৃষ্টান্ত। ফ্যান্টাসির বাইরে গিয়ে জীবনঘনিষ্ট সিনেমা হিসেবে রয়েছে এর আলাদা কদর। গরীবের জীবনের ক্ষুদ্র সংকটও কতটা গভীর হতে পারে তার এতো জীবন্ত রূপ এরআগে সিনেমায় খুব একটা দেখা যায়নি। রোম শহরে এক দরিদ্র শ্রমিকের বাইসাইকেল চুরি হয়ে যায়, যা তার একমাত্র উপার্জনের মাধ্যম। সে ও তার ছোট ছেলে সেই বাইসাইকেল খুঁজতে শহরজুড়ে ঘুরে বেড়ায়।
সরি উই মিসড ইউ (২০১৯, যুক্তরাজ্য)
পরিচালনা: কেন লোচ
এক মধ্যবিত্ত পরিবারের পিতা অনলাইন ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ শুরু করে। ‘সেলফ-এমপ্লয়ড’ নামের প্রতারণামূলক ব্যবস্থার কারণে তার পরিবার একে একে ভেঙে পড়ে। আধুনিক গিগ ইকোনমি ও শ্রমিক শোষণের দুর্দান্ত পোট্রে ‘সরি উই মিসড ইউ’ ছবিটি।
মেড ইন বাংলাদেশ (২০১৯, বাংলাদেশ)
পরিচালনা: রুবাইয়াত হোসেন
শিমু নামে এক গার্মেন্টস কর্মী সহকর্মীদের অধিকার আদায়ের জন্য একটি শ্রমিক ইউনিয়ন গঠনের চেষ্টা করে। সমাজ ও পুঁজিবাদের বাঁধার মুখে দাঁড়িয়ে সে নিজের আত্মমর্যাদার জন্য লড়ে যায়। সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে বেশ সুনাম অর্জন করে। বাংলাদেশের পোশাকশিল্পে কর্মরত নারীদের সংগ্রাম ও অধিকার নিয়ে এমন গল্পে কখনো সিনেমা নির্মাণ হয়নি।
পিপলি লাইভ (২০১০, ভারত)
পরিচালনা: আনুশা রিজভি
দু’জন দরিদ্র কৃষক চরম হতাশায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কারণ এতে সরকার ক্ষতিপূরণ দেয়। মিডিয়া ও রাজনীতি কীভাবে সেই ঘটনাকে ব্যবহার করে, তা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। কৃষকের আত্মহত্যা, মিডিয়া ও রাজনৈতিক চাতুরী এতো দুর্দান্তভাবে এই সিনেমায় উঠে আসে- যেটিকে ভারতের মেহনতি মানুষ তথা কৃষকের হৃদয়ের খুব কাছের হয়ে উঠে।
সারাবাংলা/এজেডএস
দ্য বাইসাইকেল থিফস পিপলি লাইভ মেড ইন বাংলাদেশ সরি উই মিসড ইউ