মে দিবস
শ্রমিকের বঞ্চনা উঠে এসেছে গানে গানে
১ মে ২০২৫ ১৪:১৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৮:০৮
১৮৮৬ সালে অধিকার আদায়ের সংগ্রামে পুঁজিবাদের প্রাণ কেন্দ্র আমেরিকার শিকাগোর হে মার্কেটের সামনে জড়ো হয় হাজার হাজার শ্রমিক। মালিক শ্রেনির বিরুদ্ধে একসাথে শ্রমিক শ্রেণির এমন জমায়েত যা এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি।
সেই আন্দোলনে মালিকশ্রেণির আদেশে পুলিশের হামলায় নিহত হয় ১০-১৫ জন শ্রমিক। মালিক শ্রেণির এমন আচরণে শ্রমিকের মৃত্যু আন্দোলনকে আরো বেগবান করে। তাদের প্রবল দাবীর মুখে মালিকপক্ষ শ্রমিকের দাবি মেনে নিতে বাধ্য হয়। উন্মুক্ত হয় শ্রমিকের অধিকার আদায়ের নন্দিত এক অধ্যায়ের। সেই আন্দোলনে শিকাগো শহরে পুলিশের গুলিতে নিহত হওয়া শ্রমিকদের স্মরণ করতে প্রতি বছরের পহেলা মে-তে পালন করা হয় ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’। দিবসটিকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গান।
১৯০৮সালে ইটালিতে সমাজতন্ত্রী আন্দোলন ‘বান্দিয়িএরা রোজা’ বা ‘লাল পতাকা’র প্রতি উৎসর্গ করে কার্লো টুৎসি, কলম্বার্ডিয়ান লোক সংগীতের সুরে রচনা করেন একটি গান যা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে।
এরপর ১৯১৫ সালে অভিবাসী শ্রমিক ও সংগীত রচয়িতা জো হিলকে হত্যার অভিযোগে প্রাণদন্ড দেয়া হয়। হিল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন বারবার। মৃত্যুর আগে শ্রমিকদের প্রতি তিনি দিয়েছিলেন বিখ্যাত বাণী ‘শোকতপ্ত হয়ো না, সংগঠিত হও’। আজও তা অম্লান হয়ে আছে। তারই নামে বাঁধা হয়েছে একটি গান যা অমরত্বের দাবি করতে পারে। বহু সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন এই গানে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবল রাজনীতি সচেতন কিংবদন্তি সংগীত তারকা জোয়ান বেইজ।
বাংলা ভাষায় শ্রমিক দিবসের গানগুলোর মধ্যে বাংলায় সবচেয়ে পরিচিত হেমাঙ্গ বিশ্বাসের কণ্ঠে ‘নাম তার ছিলো জন হেনরি’ গানটি। এটি বাংলাদেশের গণসংগীতশিল্পী ফকির আলমগীরও গেয়ে থাকেন। শ্রমিকের আন্দোলনগুলোতে এই গানটি তুমুল জনপ্রিয়। মুক্তিকামী মানুষের কাছে ‘জন হেনরি’ গানটি দারুণ এক অনুপ্রেরণা। এই জন হেনরিকে নিয়ে গান বেঁধেছেন পশ্চিমবঙ্গের আরেক জীবন্ত কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক কবীর সুমনও। জীবনমুখী আরেক গায়ক নচিকেতাও শ্রমিকদের নিয়ে বেশ কিছু গান।
বাংলাদেশে শ্রমিকদের জন্য গান করে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন ফকির আলমগীর। তার বিখ্যাত গান ‘ও সখীনা গেছস কী না ভুইল্যা আমারে….’ শ্রমিকদেরকেই উজ্জীবীত করেছে কালে। গার্মেন্ট শ্রমিকদের নিয়ে নন্দিত ব্যান্ড তারকা জেমস গেয়েছেন তুমুল জনপ্রিয় গান ‘সেলাই দিদিমনি’। মনির খানও গেয়েছেন ‘তোমরা গার্মেন্টস শ্রমিক আমি কণ্ঠ শ্রমিক’ শিরোনামের একটি গান।
কিংবদন্তি গায়ক এন্ড্রু কিশোর তার সুদীর্ঘ ক্যারিয়ারে শ্রমিকদের নিয়ে অনেক গানই গেয়েছেন। কাজী হায়াত পরিচালিত ‘শ্রমিক নেতা’ ছবিতে তার গাওয়া ‘আমরা শ্রমিক, করি মেহনত’ গানটি তার মধ্যে উল্লেখযোগ্য। অকাল প্রয়াত গায়ক সঞ্জীব চৌধুরী শ্রমিকদের জন্য গেয়েছেন ‘চল বুবাইজান মাডি কাডা চাইয়া রইলি কার পানে’ শিরোনামের জনপ্রিয় একটি গান। ‘শুনেছি তাদের মজুরি এখনো দাওনি’ শিরোনামে একটি গান গেয়েছে জীবনমুখী শিল্পী সায়ান।
সারাবাংলা/এজেডএস