সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
২ মে ২০২৫ ১৯:২৫
কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রসূন রহমান নির্মাণ করেন সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। ট্রিবিউট ফিল্মটি প্রদর্শিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে, পেয়েছ পুরস্কার। সিনেমাটি এবার দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
সত্যজিৎ রায়, উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর। তরুণরা তার সিনেমা দেখে নির্মাতা হবার স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখানো এই মানুষটির জন্মদিন আজ (২ মে)। বিশেষ দিনটিতে সত্যজিৎকে স্মরণ করতেই চরকিতে এসেছে তাকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’।
নির্মাতার ভাষায়, ”এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র। এটা আমাদের ‘লাভ-লেটার টু সিনেমা’। শিল্পের অনুষঙ্গে দিনযাপনের যে কোনো উপলক্ষেই এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে। চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক ‘প্রিয় সত্যজিৎ’ এইটুকু প্রত্যাশা।”
চরকির সাবস্ক্রাইবাররা সিনেমাটি দেখতে পারবেন নিয়মিত নিয়মেই। আর যারা সাবস্ক্রাইবার নন, তারা ৩৫ টাকা দিয়ে দেখে নিতে পারবেন সিনেমাটি। এজন্য তাদের চরকি অ্যাপটি ফোন বা পিসিতে ইন্সটল করে লগ–ইন করতে হবে ফোন নম্বর বা ই–মেইল অ্যাড্রেস দিয়ে। ‘বাই টিকেট’ অপশনের ভেতরে বা হোম পেজে থাকা ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটিতে ক্লিক করলেই চলে আসবে পেমেন্ট অপশন। পছন্দের পদ্ধতিতে টাকা জমা দিয়ে দেখে নেয়া যাবে সিনেমাটি। একই পদ্ধতিতে ভারতের দর্শকরা ৩৫ রুপিতে এবং বাংলাদেশ–ভারত ছাড়া অন্য দেশের দর্শকরা ১ দশমিক ৯৯ ডলারে দেখতে পারবেন সিনেমাটি।
চরকির হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ফয়সাল রহমান বলেন, ”’প্রিয় সত্যজিৎ’ চরকিতে এক্সক্লুসিভলি মুক্তি পেয়েছে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে নির্মিত চলচ্চিত্রটি যেন সবার দেখার সুযোগ থাকে সেজন্য আমরা সিনেমাটি ট্র্যানজেকশনাল ভিডিও অন ডিমান্ড বা টিভিওডি পদ্ধতিতে মুক্তি দিয়েছি। এই অপশনে আরও ৩টি কনটেন্ট রয়েছে। আশা করছি ধীরে ধীরে এ তালিকা দীর্ঘ হবে।’
‘প্রিয় সত্যজিৎ’–এর কাহিনী ৩ সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী ২ প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আরও কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।
নিজস্ব অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে প্রসূন আগে জানিয়েছিলেন, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপনে নেটফ্লিক্সে সিরিজ, কলকাতায় সিনেমা হলেও বাংলাদেশে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাই নিজ উদ্যোগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করার পরিকল্পনা করেন প্রসূন রহমান।
চরকিতে মুক্তি প্রসঙ্গে প্রসূন বলেন, ”সিনেমাটি যেন অনেক দর্শকের কাছে পৌঁছায়, সেজন্যই ‘প্রিয় সত্যজিৎ’ চরকিতে মুক্তি দেয়া। আমি সিনেমাটি নির্মাণের সময় থেকে বলেছি, এটি কোনো বাণিজ্যিক সিনেমা নয়, বা তেমন উদ্দেশে নির্মাণ করছি না। এখনও তাই বলছি। সত্যজিৎ যেমন অসংখ্য তরুণদের স্বপ্ন দেখিয়েছেন, তেমন এ সিনেমাটিও তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করবে বলে আশা করছি।”
সত্যজিৎ রায়ের পৈতৃকভিটা ছিল কিশোরগঞ্জে। সেখানকার মসূয়া’য় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধূরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরনো ঢাকার একটি বাড়িতে হয়েছে সিনেমাটির শুটিং।
সারাবাংলা/এজেডএস