Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৯ শব্দে ১০ ভুল পদত্যাগপত্রে!


২ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মাত্র ৩৯ শব্দের একটি পত্রে ১০টি ভুল। এসব ভুল শব্দ ও বানানের ব্যবহার দেখা গেছে সদ্য পদত্যাগকারী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার পদত্যাগপত্রে।

গণপ্রজাতন্ত্রী শব্দটি তিনি লিখেছেন গনপ্রজাতন্ত্রী। বঙ্গভবন কে এক শব্দ না লিখে আলাদা লেখা হয়েছে।

মহাত্মন লিখতে লিখেছেন মহাত্নন, আর কারণবশতঃ লিখতে দুটি শব্দ লিখে বশতঃ লিখেছেন ‘স’ ব্যবহার করে। কারণেও ব্যবহার করেছেন ‘ন’।

অনুগ্রহপূর্বক লিখতে দুটি শব্দ লিখেছেন। গ্রহণ বানানে ‘ন’ ব্যবহার করেছেন। বিশ্বস্ত লিখতে গিয়ে লিখেছেন ‘বিশস্ত’।

বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা এছাড়াও সুপ্রীম ও আপীল লিখেছেন, যে শব্দ দুটি হবে যথাক্রমে সুপ্রিম ও আপিল।

ছোট্ট একটি পত্রে দশটি ভুল ছিল চোখে পড়ার মতো।

সারাবাংলা/জেএ/এমএম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর