গুগল ডুডলে লাল সবুজের শুভেচ্ছা
২৬ মার্চ ২০১৮ ১১:৪২
।।সারাবাংলা রিপোর্ট।।
ঢাকা : আজ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরব মহিমান্বিত এ দিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গুগলও। বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোমপেইজে গেলে তাদের ডুডলে (মাঝখানের মূল ছবি) দেখা যাবে বাংলাদেশের জাতীয় পতাকা।
লাল-সবুজের পটভূমির ওপর নীল আকাশে পতপত করে উড়তে দেখা যাবে বাঙ্গালী জাতির পরিচয়বাহী লাল-সবুজ পতাকা।
১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তান তথা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে সেসময়ের পূর্ব পার্কিস্তান তথা আজকের বাংলাদেশ। যথাযথ মর্যাদা আর ভাব-গাম্ভীর্যের মধ্যের দিয়ে আজ দিবসটি পালিত হচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতা এবং এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতেই এমনটি করা হয়েছে গুগলের পক্ষ থেকে এক ইন্টারনেট বার্তায় জানানো হয়।
বিভিন্ন দেশের জাতীয় দিবস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে গুগলের নিজস্ব ডুডলে পরিবর্তন আনার রেওয়াজ বেশ পুরনো। দিবসের পাশাপাশি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের জন্ম অথবা মৃত্যুবার্ষিকীতেও নিজেদের ডুডলে পরিবর্তন আনে গুগল।
যথারীতি এই ডুডলে ক্লিক করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও দেশটি সম্পর্কে জানা যাবে অনেক তথ্য, যা গুগল তার অন্য ডুডলগুলোর ক্ষেত্রেও করে থাকে।
সারাবাংলা/একে/এমএ